ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া এভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জানাজায় যারা অংশ নিতে এসেছেন তাদের আসাদগেট দিয়ে ধানমন্ডি ২৭ হয়ে খেজুর বাগানের মাঠে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম পাশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ভবনে সেনাবাহিনী পুলিশের গঠন নজরদারি রয়েছে।

দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মরদেহ গতকাল এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়। এরপর আজ (বুধবার) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে। এরপর সেখান থেকে নেওয়া হয় মানিক মিয়া এভিনিউয়ে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে

প্রকাশিত : ১২:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া এভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জানাজায় যারা অংশ নিতে এসেছেন তাদের আসাদগেট দিয়ে ধানমন্ডি ২৭ হয়ে খেজুর বাগানের মাঠে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম পাশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ভবনে সেনাবাহিনী পুলিশের গঠন নজরদারি রয়েছে।

দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মরদেহ গতকাল এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়। এরপর আজ (বুধবার) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে। এরপর সেখান থেকে নেওয়া হয় মানিক মিয়া এভিনিউয়ে।