দেশের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ‘খানা’স এবং ডিজিটাল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডি’র যৌথ উদ্যোগে আয়োজিত মেগা ক্যাম্পেইন ‘খাও দাও জিতে নাও’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে দুই মাসব্যাপী চলা এই প্রচারণার সফল সমাপ্তি ঘটল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আইফোন ১৭ প্রোসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্যাম্পেইনের দুই মাসের সর্বোচ্চ ভ্যালু অর্ডারকারী মো. দাউদ উল ইসলামের হাতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে আইফোন ১৭ প্রো তুলে দেওয়া হয়। এ ছাড়া ডিসেম্বরের সর্বোচ্চ ভ্যালু অর্ডারকারীদের হাতেও তুলে দেওয়া হয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদ ও ম্যানেজিং ডিরেক্টর শাহীন মাহমুদ। ফুডি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিওও শাহনেওয়াজ মান্নান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নওরোজ ইভান।
এ ছাড়া দি ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও আব্দুল মতিন সোহেল ও সিওও নাজমুস সাকিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনটি ছিল খাদ্যরসিকদের জন্য বছরের অন্যতম বড় আকর্ষণ। এই সময়ে ফুডি অ্যাপের মাধ্যমে খানা’স-এর যেকোনো খাবার অর্ডারে গ্রাহকরা ফ্ল্যাট ২০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করেছেন। খাবারের স্বাদের পাশাপাশি আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ থাকায় ক্যাম্পেইনটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০১২ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা খানা’স বর্তমানে দেশের ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে সারা দেশে ব্র্যান্ডটির ২২টি আউটলেট রয়েছে। নিজস্ব রেসিপির বার্গার, স্যান্ডউইচ এবং সিগনেচার কোল্ড কফির জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি মান ও স্বাদের ক্ষেত্রে আপসহীন। এই ক্যাম্পেইনের মাধ্যমে খানা’স গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করেছে।
অন্যদিকে, ‘ফুডি’ টেক-সলিউশন হিসেবে এই ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফুডি অ্যাপের সহজ ইন্টারফেস এবং দ্রুত ডেলিভারি ব্যবস্থার কারণে গ্রাহকরা ঘরে বসেই খানা’স-এর স্বাদ নিতে পেরেছেন। গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে আনন্দদায়ক করাই ফুডি-র অন্যতম লক্ষ্য।

মাসিক সর্বোচ্চ ভ্যালু অর্ডারকারী এবং অন্যান্য বিজয়ীরা যথাযথভাবে পুরস্কৃত হয়েছেন। নভেম্বর ও ডিসেম্বরের পুরস্কারের তালিকায় ছিল– মার্শাল স্পিকার, ভেলোস স্টান্ট এলিট বাইসাইকেল, অ্যাপল ওয়াচ সিরিজ ইলাভেন, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ নাইন+ এবং ঢাকা–কক্সবাজার–ঢাকা এয়ার টিকিট।
খানা’স এবং ফুডি কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন আনন্দদায়ক ক্যাম্পেইন আরও চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ডেস্ক রিপোর্ট 












