ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

কুমির আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ২৮ নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে বেশ কয়েকবার কুমিরটি ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এতে আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে।

স্থানীয় বাসিন্দা এনায়েত মওলা জানান, গত তিন দিন যাবত উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিনের বেলায় কুমির দেখা যাচ্ছে। আজ সকালেও বেশ কয়েকবার কুমিরটি নদী তীরবর্তী এলাকায় ভেসে ওঠে। সকালে এক গৃহবধূ নদীতে কাপড় ধোয়ার জন্য এলে তিনি কুমিরটি ভেসে উঠতে দেখে দৌড়ে পালিয়েছেন।

স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। পদ্মা পাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। যেহেতু ওইটা মূল নদী সেহেতু ওখান থেকে কুমির ধরাটা এক প্রকার অসম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।

জনপ্রিয় সংবাদ

কুমির আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

প্রকাশিত : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ২৮ নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে বেশ কয়েকবার কুমিরটি ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এতে আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে।

স্থানীয় বাসিন্দা এনায়েত মওলা জানান, গত তিন দিন যাবত উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিনের বেলায় কুমির দেখা যাচ্ছে। আজ সকালেও বেশ কয়েকবার কুমিরটি নদী তীরবর্তী এলাকায় ভেসে ওঠে। সকালে এক গৃহবধূ নদীতে কাপড় ধোয়ার জন্য এলে তিনি কুমিরটি ভেসে উঠতে দেখে দৌড়ে পালিয়েছেন।

স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। পদ্মা পাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। যেহেতু ওইটা মূল নদী সেহেতু ওখান থেকে কুমির ধরাটা এক প্রকার অসম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।