ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্বে আছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ। এ ছাড়াও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সংযোগ গুপ্তও ভারতীয়। সবমিলিয়ে আইসিসির শীর্ষ পদ গুলোতে ভারতীয়দের আধিপত্য।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ভারতীয়দের আধিপত্য থাকায় ভারত বাড়তি সুবিধা পায় বলে মনে করেন সাঈদ আজমল। পাকিস্তানের সাবেক এই স্পিনারের দাবি, এমন আচরণের কারণে আইসিসি তার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব হারাচ্ছে।

সাঈদ আজমল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কারণে আইসিসি পক্ষপাতহীনভাবে বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করতে পারছে না।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেখানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে হাইব্রিড মডেলে হয় সেই আসর।
এ প্রসঙ্গে আজমল বলেন, ‘ভারতের পাকিস্তানে না খেলার পেছনে কোনো যুক্তিসংগত কারণ নেই। তবে আইসিসি ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা কিছু করতে পারছে না।’

ডেস্ক রিপোর্ট 






















