দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনোগ্রাফি’ অনুষদের নাম পরিবর্তন করে ‘ওশেনোগ্রাফি অনুষদ (ফ্যাকাল্টি অব ওশেনোগ্রাফি)’ করা হয়েছে।

রিজেন্ট বোর্ডের ৫৭তম সভার ৩.২৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ পরিবর্তন কার্যকর হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কৃষি গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পূর্বে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে অনুষদের যে নাম উল্লেখ ছিল, তা সংশোধন করে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে পবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ক্রমে অনুষদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















