ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শিবালয়ে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে নিহত হন পার্শ্ববর্তী রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনার পর ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।
ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় মোট তিনটি মামলা রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান  আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে
জনপ্রিয় সংবাদ

সায়েন্স ল্যাবে ঢাবির বাসে হামলা

শিবালয়ে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে নিহত হন পার্শ্ববর্তী রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনার পর ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।
ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় মোট তিনটি মামলা রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান  আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে