ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

টালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিল অভিনেতার ওপর। কোনো সিনেমায় কাজ করলে শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না! ফলে এখন পর্যন্ত ৬-৭ মাস ধরে কাজের বাইরে অভিনেতা। তাই এই সংঘাত মেটাতে অনির্বাণের পক্ষে এগিয়ে এলেন সুপারস্টার দেব।

সম্প্রতি গুঞ্জন ওঠে, দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় দেখা যেতে পারে অনিবার্ণকে। যেখানে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।  তবে শুক্রবার এক বৈঠকে দেব জানালেন, নতুন সিনেমায় অনির্বাণের কাজ করার খবরটি সত্য নয়।

তবে এই খবর সত্যি হলে খারাপ হতো না, সেটাও জানিয়েছেন নায়ক।

পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অনির্বাণের এই সংকটের কথা জানেন দেব। বৈঠকে নায়ক বললেন, আমার ছবিতে থাকুক না থাকুক, অনির্বাণের কাজ করা উচিত। ও খুবই ভালো অভিনেতা। আমি ফেডারেশনের বিরুদ্ধে নই, তবে আমি চাই ও কাজ করুক। ও ভালো ছেলে না খারাপ ছেলে, সেটা আমি জানি না। আমি কিছু বলতেও চাই না। তবে ও যেন কাজ করতে পারে, সেটুকুই চাওয়া।

দেব যে মনেপ্রাণে চান অনির্বাণ কাজে ফিরুক, সেটা বুঝিয়ে দিলেন তিনি। এদিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন ফেডারেশনের কাছে। দেব বলেন, অনির্বাণ যাই করে থাক, আমি ওর হয়ে ক্ষমা চাইছি ফেডারেশনের কাছে। ওকে প্লিজ ছবিতে কাস্ট করতে দিন। ওর কাজ করা জরুরি।

এমনকি বিষয়টি বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরও হস্তক্ষেপও কামনা করেন দেব।

জনপ্রিয় সংবাদ

অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব

প্রকাশিত : ০৯:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

টালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিল অভিনেতার ওপর। কোনো সিনেমায় কাজ করলে শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না! ফলে এখন পর্যন্ত ৬-৭ মাস ধরে কাজের বাইরে অভিনেতা। তাই এই সংঘাত মেটাতে অনির্বাণের পক্ষে এগিয়ে এলেন সুপারস্টার দেব।

সম্প্রতি গুঞ্জন ওঠে, দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় দেখা যেতে পারে অনিবার্ণকে। যেখানে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।  তবে শুক্রবার এক বৈঠকে দেব জানালেন, নতুন সিনেমায় অনির্বাণের কাজ করার খবরটি সত্য নয়।

তবে এই খবর সত্যি হলে খারাপ হতো না, সেটাও জানিয়েছেন নায়ক।

পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অনির্বাণের এই সংকটের কথা জানেন দেব। বৈঠকে নায়ক বললেন, আমার ছবিতে থাকুক না থাকুক, অনির্বাণের কাজ করা উচিত। ও খুবই ভালো অভিনেতা। আমি ফেডারেশনের বিরুদ্ধে নই, তবে আমি চাই ও কাজ করুক। ও ভালো ছেলে না খারাপ ছেলে, সেটা আমি জানি না। আমি কিছু বলতেও চাই না। তবে ও যেন কাজ করতে পারে, সেটুকুই চাওয়া।

দেব যে মনেপ্রাণে চান অনির্বাণ কাজে ফিরুক, সেটা বুঝিয়ে দিলেন তিনি। এদিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন ফেডারেশনের কাছে। দেব বলেন, অনির্বাণ যাই করে থাক, আমি ওর হয়ে ক্ষমা চাইছি ফেডারেশনের কাছে। ওকে প্লিজ ছবিতে কাস্ট করতে দিন। ওর কাজ করা জরুরি।

এমনকি বিষয়টি বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরও হস্তক্ষেপও কামনা করেন দেব।