মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত বাঘুটিয়া ইউনিয়নের পাঁচটি দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । এ সময় তিনি ওই ইউনিয়নের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
পরিদর্শনকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আহসানুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কমর উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুজ্জামান হোসেন,বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন সামগ্রী যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো, ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার নিরাপদে ফেরত আনা এবং প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের অবস্থান ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এছাড়াও তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণকে আসন্ন গণভোট/নির্বাচন সম্পর্কে অবহিত করেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সবার সহযোগিতা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 






















