ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নাটোরে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে মারপিট করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে আরেক যুবলীগকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়ীখানা এলাকায় তার নিজ বাড়ি থেকে গাড়িখানা মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে ডাবলু বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞাত লোকজন তার ওপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে অপর এক যুবলীগকর্মীকে আটক করে। পরে পুলিশ ডাবলুকে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আটক ২ জনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনে দমন পীরণের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্ত ২ জনকে গাড়িখানা এলাকায় দেখা গেলে ছাত্ররা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আসামিদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠান।

জনপ্রিয় সংবাদ

নলছিটির সুবিদপুর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাইমুল – সম্পাদক নাইম

নাটোরে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

প্রকাশিত : ১১:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে মারপিট করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে আরেক যুবলীগকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়ীখানা এলাকায় তার নিজ বাড়ি থেকে গাড়িখানা মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে ডাবলু বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞাত লোকজন তার ওপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে অপর এক যুবলীগকর্মীকে আটক করে। পরে পুলিশ ডাবলুকে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আটক ২ জনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনে দমন পীরণের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্ত ২ জনকে গাড়িখানা এলাকায় দেখা গেলে ছাত্ররা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আসামিদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠান।