ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

পবিপ্রবির শিক্ষার্থীদের যাতায়াতে আইএফআইসি ব্যাংকের বাস উপহার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ৫০ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক বাস উপহার দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন উপস্থিত থেকে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলামের কাছে বাসের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস‌এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা, রেজিস্টার প্রফেসর প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই বাসটি শুধুই ধাতব কাঠামো নয়—এটি শিক্ষার্থীদের সময় সঞ্চয়ের প্রতীক, নিরাপদ চলাচলের নিশ্চয়তা, আর বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন। পবিপ্রবি আজ আরও এক ধাপ এগিয়ে গেল। আমি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

এসময় উপস্থিত ছিলেন, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মুহসীন হোসেন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার এম. কে. জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

পবিপ্রবির শিক্ষার্থীদের যাতায়াতে আইএফআইসি ব্যাংকের বাস উপহার

প্রকাশিত : ১০:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ৫০ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক বাস উপহার দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন উপস্থিত থেকে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলামের কাছে বাসের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস‌এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা, রেজিস্টার প্রফেসর প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই বাসটি শুধুই ধাতব কাঠামো নয়—এটি শিক্ষার্থীদের সময় সঞ্চয়ের প্রতীক, নিরাপদ চলাচলের নিশ্চয়তা, আর বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন। পবিপ্রবি আজ আরও এক ধাপ এগিয়ে গেল। আমি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

এসময় উপস্থিত ছিলেন, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মুহসীন হোসেন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার এম. কে. জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।