ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

জমি বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জখম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট ভাই। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হোসেন মৃধা (৬০)। তাঁকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার বলেন, হোসেন মৃধা বাড়ির উঠানে বাদাম পরিষ্কার করছিলেন। এ সময় তাঁর বড় ভাই নূর ইসলাম মৃধা (৬৫) ঘর থেকে বেরিয়ে এসে বলেন, চেরাগি আলী আর খালেক যেভাবে খুন হয়েছে, তুমিও হবে। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর ইসলাম ধারালো ছুরি দিয়ে হোসেন মৃধার গায়ে আঘাত করেন।
আরেক প্রতিবেশী জুয়েল মৃধা জানান, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও সমস্যার সমাধান হয়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, অভিযুক্ত নূর ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

জমি বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জখম

প্রকাশিত : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট ভাই। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হোসেন মৃধা (৬০)। তাঁকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার বলেন, হোসেন মৃধা বাড়ির উঠানে বাদাম পরিষ্কার করছিলেন। এ সময় তাঁর বড় ভাই নূর ইসলাম মৃধা (৬৫) ঘর থেকে বেরিয়ে এসে বলেন, চেরাগি আলী আর খালেক যেভাবে খুন হয়েছে, তুমিও হবে। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর ইসলাম ধারালো ছুরি দিয়ে হোসেন মৃধার গায়ে আঘাত করেন।
আরেক প্রতিবেশী জুয়েল মৃধা জানান, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও সমস্যার সমাধান হয়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, অভিযুক্ত নূর ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।