বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে যদি কুরআনের আইন চালু করতে হয়, তাহলে সর্বপ্রথম জাতীয় সংসদে কুরআনের আলো জ্বালাতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের আইন চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা হত্যার সাথে জড়িত তাদের সকলেরই দ্রুত বিচার করতে হবে।
আজ শনিবার (৩১ মে ) সকাল ৯টায় শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হওয়া কর্মী সম্মেলন চলে দুপুর ১ টা পর্যন্ত।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তারা বলেন, অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করার পরে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে এটা ঠিক কিন্তু যেনো তেনো করে বাংলাদেশে আরেকটি নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা ২০২৪ সালের জুলাই আগস্টে গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ব্যালটের নির্বাচনের জন্য দরকার পড়লে আরেকবার বুলেটের সামনে দাঁড়াবো।
কর্মী সম্মেলন উপলক্ষে সকাল থেকে জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী অংশগ্রহণ করেন।