ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সবজির বাজারে ক্রেতা কম, কেজিপ্রতি ৪০-৬০ টাকায় মিলছে সব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে গত ৬ দিন আগে। ঈদের ৭ম দিনে এসেও ভিন্ন এক রূপে রাজধানী ঢাকা। সাধারণত ঈদের ৩-৪ দিন পর থেকে স্বরূপে ফিরে আসে ঢাকা। কিন্তু এবারের চিত্রটা একেবারে ভিন্ন, এখনো ফাঁকা ঢাকা। যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বাজারে ক্রেতা সংখ্যা তুলনামূলক কম। পাশাপাশি দুই এক রকমের সবজি ছাড়া সবগুলোর দামই স্বাভাবিক রয়েছে। আজকের বাজারে বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, শসা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা,  ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুমুখি ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা এবং কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন। তিনি বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কমই আছে, তবে বাজারে ক্রেতা কম সে কারণে বিক্রেতারা সব ধরনের সবজি আনেনি। আর বাজারেও ক্রেতাদের উপস্থিতি বলতে গেলে খুবই কম। মূলত ঈদ শেষে এখনো সিংহভাগ মানুষ ঢাকায় ফেরেনি। সে কারণেই বাজারে ক্রেতার সংখ্যা খুব কম।

বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে। অন্যান্য সময়ের মতোই এখনো সবজির বাজার স্বাভাবিক রয়েছে। বাজারে ক্রেতা কম, সবজি বিক্রেতাদের সংখ্যাও কম এখন। ধারণা করা যায় আগামী রোববার থেকে বাজারে তাদের সমাগম ঘটবে।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

সবজির বাজারে ক্রেতা কম, কেজিপ্রতি ৪০-৬০ টাকায় মিলছে সব

প্রকাশিত : ১২:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে গত ৬ দিন আগে। ঈদের ৭ম দিনে এসেও ভিন্ন এক রূপে রাজধানী ঢাকা। সাধারণত ঈদের ৩-৪ দিন পর থেকে স্বরূপে ফিরে আসে ঢাকা। কিন্তু এবারের চিত্রটা একেবারে ভিন্ন, এখনো ফাঁকা ঢাকা। যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বাজারে ক্রেতা সংখ্যা তুলনামূলক কম। পাশাপাশি দুই এক রকমের সবজি ছাড়া সবগুলোর দামই স্বাভাবিক রয়েছে। আজকের বাজারে বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, শসা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা,  ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুমুখি ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা এবং কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন। তিনি বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কমই আছে, তবে বাজারে ক্রেতা কম সে কারণে বিক্রেতারা সব ধরনের সবজি আনেনি। আর বাজারেও ক্রেতাদের উপস্থিতি বলতে গেলে খুবই কম। মূলত ঈদ শেষে এখনো সিংহভাগ মানুষ ঢাকায় ফেরেনি। সে কারণেই বাজারে ক্রেতার সংখ্যা খুব কম।

বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে। অন্যান্য সময়ের মতোই এখনো সবজির বাজার স্বাভাবিক রয়েছে। বাজারে ক্রেতা কম, সবজি বিক্রেতাদের সংখ্যাও কম এখন। ধারণা করা যায় আগামী রোববার থেকে বাজারে তাদের সমাগম ঘটবে।