ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথসহ কুয়াকাটা এলাকা থেকে চারজন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩৫৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ক্রিস্টাল মেথ বা আইস নামের ভয়ংকর মাদকসহ ৪ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা । বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পর রাতে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এই তথ্য নিশ্চিত করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী।

পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদের নেতৃত্বে
বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার মহিপুর-কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও ২ জনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাঁদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. রাসেল মল্লিক (৩২)। তিনি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে। একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২), উপজেলার ধুলাসার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের পুত্র মেহেদী হাসান (২৫)। তাঁরা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে বলে জানা গেছে।
পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ জানান, সাম্প্রতিক সময়ে নতুন যে মাদকের নাম শোনা যাচ্ছে তা হলো- ক্রিস্টাল মেথ বা আইস। পটুয়াখালীতে এই প্রথম এ ধরনের ভয়ংকর মাদকসহ জড়িতদের আটক করতে সক্ষম হয়েছেন তারা।

তিনি জানান, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা তাদেরকে আঁটক করতে সক্ষম হই। তাদেরকে আটকের পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, কারো গোপন আস্তানা কারো বাড়ি থেকে এই ভয়ঙ্কর আইস যা ইয়াবার থেকেও কয়েকশত গুন ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি।

তিনি আরও জানান, আমরা যাদেরকে আটক করেছি তারা মুলত প্রধান চক্রকারীদের সহযোগী, আমাদের এই অভিযানের উদ্দেশ্যে মুল হোতা পর্যন্ত পৌঁছানো। ভয়ঙ্কর এই মাদক প্রথমবারের মতো পাওয়ায় এই এলাকাকে মাদকের অন্যতম ঝুকিপূর্ণ স্থান হিসাবে বিবেচিত করে সামাজিকভাবে প্রত্যেক সচেতন মানুষকে সতর্ক থাকারও অনুরোধ করছি। তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করার পরে আমি তাদেরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকবিরোধী আইনে মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথসহ কুয়াকাটা এলাকা থেকে চারজন আটক

প্রকাশিত : ০২:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ক্রিস্টাল মেথ বা আইস নামের ভয়ংকর মাদকসহ ৪ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা । বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পর রাতে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এই তথ্য নিশ্চিত করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী।

পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদের নেতৃত্বে
বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার মহিপুর-কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও ২ জনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাঁদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. রাসেল মল্লিক (৩২)। তিনি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে। একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২), উপজেলার ধুলাসার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের পুত্র মেহেদী হাসান (২৫)। তাঁরা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে বলে জানা গেছে।
পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ জানান, সাম্প্রতিক সময়ে নতুন যে মাদকের নাম শোনা যাচ্ছে তা হলো- ক্রিস্টাল মেথ বা আইস। পটুয়াখালীতে এই প্রথম এ ধরনের ভয়ংকর মাদকসহ জড়িতদের আটক করতে সক্ষম হয়েছেন তারা।

তিনি জানান, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা তাদেরকে আঁটক করতে সক্ষম হই। তাদেরকে আটকের পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, কারো গোপন আস্তানা কারো বাড়ি থেকে এই ভয়ঙ্কর আইস যা ইয়াবার থেকেও কয়েকশত গুন ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি।

তিনি আরও জানান, আমরা যাদেরকে আটক করেছি তারা মুলত প্রধান চক্রকারীদের সহযোগী, আমাদের এই অভিযানের উদ্দেশ্যে মুল হোতা পর্যন্ত পৌঁছানো। ভয়ঙ্কর এই মাদক প্রথমবারের মতো পাওয়ায় এই এলাকাকে মাদকের অন্যতম ঝুকিপূর্ণ স্থান হিসাবে বিবেচিত করে সামাজিকভাবে প্রত্যেক সচেতন মানুষকে সতর্ক থাকারও অনুরোধ করছি। তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করার পরে আমি তাদেরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকবিরোধী আইনে মামলা হয়েছে।