রাজধানীর ডেমরার মীরপাড়া এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ রোহান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় রোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোহান ডেমরার শুকুরা টেংরা এলাকার মো. শফিউদ্দিনের ছেলে ছিল।
নিহতের ভগ্নিপতি মো. সোহেল জানান, রোহান পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন। মোটরসাইকেল চালিয়ে ডেমরা মীরপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী রমজান পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আমরা রোহানকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।