চট্টগ্রামে করোনাভারাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদীন সিদ্দিক (৫০)। তিনি চট্টগ্রাসের চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মারা যাওয়া জয়নাল আবেদীন সিদ্দিক করোনা আক্রান্ত হওয়ার আগে ডায়াবেটিস, নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। চট্টগ্রামে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।”
চট্টগ্রামে করোনাভাইরাসে এ বছর এখন পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৯৩ জনের।