বরিশাল প্রতিনিধি:
“গৃহকর্মী নিয়োগে লিখিত সমঝোতা চুক্তি, দিতে পারে অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি ” — এই প্রতিপাদ্যকে ভিত্তি করে আভাস প্রধান কার্যালয়ে নিয়োগকর্তা ও গৃহকর্মীদের নিয়োগসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি দাতা সংস্থা অক্সফাম এর সহযোগীতায় প্রস্তুত হয়েছে। “গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে” বরিশাল সিটি কর্পোরেশন এ এলাকায় কর্মরত গৃহকর্মী, নিয়োগকর্তা, শ্রম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত শিখন ও বিনিময় কর্মশালায় এই অভিনব কার্যক্রম সংগঠিত হয়েছে। ২৪ জুলাই ২০২৫, বরিশালের আভাস (AVAS) ট্রেনিং সেন্টারে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
“ENSURING DOMESTIC WORKER’S RIGHTS IN BARISHAL CITY CORPORATION UNDER EWCSA” প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের ও অক্সফাম এর আর্থিক সহায়তায়, আভাস এর উদ্যোগে প্রায় এক বছর সময় ব্যাপী পরিচালিত এই প্রকল্পের অর্জন ও শিখন ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা প্রেসেন্টেশন প্রদান করেন প্রকল্পের কো-অর্ডিনেটর ফারজানা ফেরদৌস। এরপর অনুষ্ঠানে বরিশালে প্রথমবারের মত নিয়োগকর্তা ও গৃহকর্মীদের লিখিত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ২ জন করে, মোট ৪ গৃহকর্মী-নিয়োগকর্তা জুটি এই চুক্তি স্বাক্ষর করে। এই আয়োজনে স্বাক্ষী হিসেবে ছিলো, আঞ্চলিক শ্রম দপ্তরের সম্মানিত উপপরিচালক মো মনিরুজ্জামান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি৷ এরপর প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়৷ আলোচনায় গৃহকর্মীদের অধিকার, কর্মপরিবেশ, সুরক্ষা, সম্মান ও আইনি সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও, অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মেহরুন নেসা মুন্নি,
এডভোকেট শাহিদা পারভিন,আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সিনিয়র ম্যানেজার মোশারফ হোসেন, দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহে আলম মোল্লা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, গৃহকর্মী নেত্রী, সিটি কর্পোরেশন প্রতিনিধি ও সমাজকর্মীরা। আলোচকরা এই চুক্তির উপকারিতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরো বিস্তারিত ভাবে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।