বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে ভারতের কলকাতায় গ্রেপ্তার করেছে পুলিশ। পার্কস্ট্রিট থানার আওতায় থাকা যাদবপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর, গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমানসংস্থার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এত ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে তার কাছে এল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। বিশেষ করে কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন— তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও ভিন্ন ঠিকানা।
শান্তা পাল বাংলাদেশের দুটি খ্যাতনামা প্রতিষ্ঠানে মডেল হিসেবে কাজ করেছেন বলে দাবি করেছেন। এছাড়া তিনি জানান, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের একটি বাংলাদেশি সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে। তামিল ভাষার ‘ইয়েরালাভা’ নামক একটি ছবিতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।
এদিকে, শান্তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।