গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। তাদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
তবে আলোচনায় কয় ভেন্যুতে হবে এবারের এনসিএল। এর আগে জানা গিয়েছিল, তিন ভেন্যুতে হবে এই আসর। আজ বৃহস্পতিবার বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন তিন নয়, দুই ভেন্যুতে হতে পারে এনসিএল।
এর মধ্যে ভেন্যু হিসেবে চট্টগ্রামের কথা নিশ্চিত করেছেন আকরাম। এনসিএল নিয়ে আকরাম বলছিলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট (এনসিএল টি-টোয়েন্টি) করেছি। এবছর হলে দ্বিতীয়বার হবে। আসতে আসতে আপনি যত খেলবেন, তত ভালো ক্রিকেটার পাবেন। এটাই আমাদের মাথার মধ্যে আছে, সেভাবেই কাজ করে যাচ্ছি। দেখা যাক… আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা খেলোয়াড়দের যদি ভালো সুযোগ-সুবিধা দিই, আর্থিক দিক বলেন, ভালো উইকেট বলেন। সবকিছু দিয়েই ইনশাল্লাহ, আমরা আগাব।’
এর আগে বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’