পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ইকোনমিকস অ্যান্ড সোসিওলজি বিভাগের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার।
সোমবার (৪ আগস্ট ২০২৫) পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উক্ত আদেশে জানানো হয়, অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে তাঁর পূর্ববর্তী দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ পদ ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য একদিকে যেমন সম্মানের, তেমনি এটি একটি গুরুদায়িত্বপূর্ণ চ্যালেঞ্জও। শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা, আবাসন সংকট, মানসিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিংসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, উন্মুক্ত আলোচনা এবং বাস্তবভিত্তিক সমস্যার সমাধানের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বন্ধুত্বপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের মৌলিক সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান এবং যেকোনো ধরনের বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেওয়া হবে আমার অগ্রাধিকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যাব।”
নতুন পরিচালকের দায়িত্বপ্রদান প্রসঙ্গে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক। তাঁর হাতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখা আরও কার্যকর, যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক হয়ে উঠবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে প্রশাসন সবসময় আন্তরিক এবং এই শাখার কার্যক্রমকে আমরা সর্বাত্মক সহায়তা প্রদান করে যাব।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, মানবিক বিকাশ এবং নিরাপদ আবাসন ও মানসিক স্বাস্থ্যসেবায় এই শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারের নেতৃত্বে এই শাখা আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে পবিপ্রবিতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।