ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

দেখা মিলল রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

বহুদিন ধরেই তৈরি হচ্ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি। মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন, তাদের রাজকন্যাকে বিলাসবহুল বাংলো উপহার দেবেন।

যেমনটা স্বপ্ন, তেমনটাই হল পূর্ণ। প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল। আর সেই বাংলোরই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর।

ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র পুত্র রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, এই ৬ তলা বাড়ি তৈরি করতে লেগেছে ২৫০ কোটি টাকা। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগান বারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর।

প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ।

জানা গেছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য। আগামী দিওয়ালিতেই রণবীর, আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।

জনপ্রিয় সংবাদ

আফ্রিকার তিন দেশে এইচআইভি প্রতিরোধে টিকার প্রয়োগ শুরু

দেখা মিলল রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ির

প্রকাশিত : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

বহুদিন ধরেই তৈরি হচ্ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি। মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন, তাদের রাজকন্যাকে বিলাসবহুল বাংলো উপহার দেবেন।

যেমনটা স্বপ্ন, তেমনটাই হল পূর্ণ। প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল। আর সেই বাংলোরই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর।

ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র পুত্র রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, এই ৬ তলা বাড়ি তৈরি করতে লেগেছে ২৫০ কোটি টাকা। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগান বারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর।

প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ।

জানা গেছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য। আগামী দিওয়ালিতেই রণবীর, আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।