ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জুলাই ও আগস্ট মাসের হত্যাকাণ্ড সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে পৌঁছেছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এই তথ্য প্রকাশ করেন। তারা জানান, শেখ হাসিনার পাশাপাশি ওই সময়ের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন রেকর্ডও সংগ্রহ করা হয়েছে।
প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, এসব রেকর্ডে গুমের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।
তবে, তথ্যপ্রাপ্তিতে বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগও তুলে ধরেছেন প্রসিকিউটররা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা ও গুমসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।