ফেনীর সোনাগাজীতে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা চালিয়ে মারধরের পর জাহেদুল আলম উজ্জ্বল নামে এক চাল ব্যবসায়ীকে সোনাগাজী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী মডেল থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেবর) দিবাগত রাতে সোনাগাজী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে ওই ব্যবসায়ীর নিজ বাড়িতে মবের ঘটনা ঘটে। উজ্জ্বল ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতির নুর নবী বলেন, উজ্জ্বলের বাবা দেলু মিয়া সোনাগাজী বাজারের প্রবীণ চাল ব্যবসায়ী ছিলেন। তার বাবার মৃত্যুর পর থেকে ছেলে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। কখনো ছাত্রলীগের রাজনীতি বা এমন কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের মতো কোনো ঘটনা চোখে পড়েনি। অভ্যুত্থানের পরবর্তী সময়েও সে স্বাভাবিকভাবে ব্যবসা করছিল। এতোদিন পরে এসে তাকে ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে গ্রেপ্তারের ঘটনাটি অন্যায় ও উদ্দেশ্যমূলক বলে মনে করছি।
অভিযোগ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, তার বিরুদ্ধে ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। তারই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে ফেনী থানায় হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্তে তার নাম উঠে আসে। তার পরিবারের এসব দাবি সত্য নয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, সোনাগাজী থানা পুলিশ ওই ছেলেকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























