ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় ২ হাজার ৭৫০ কেজি ভারতীয় পলিপ্রোপিলিন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি ২০ লাখ টাকা।

২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, উদ্ধারকৃত পলিপ্রোপিলিনগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করানো হয়েছে। পণ্যগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পলিপ্রোপিলিন হলো একটি থার্মোপ্লাস্টিক পলিমার। এটি পলিথিনের পরে দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত প্লাস্টিক। এটি হালকা, শক্ত, তাপ-প্রতিরোধী ও রাসায়নিকভাবে বেশ স্থিতিশীল। পলিপ্রোপিলিনকে ইনজেকশন ছাঁচ নির্মাণের মতো বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে বিস্তৃত পরিসরে পণ্য তৈরি করা হয়। যেমন প্যাকেজিং, চিকিৎসা সরঞ্জাম, টেক্সটাইল ইত্যাদি।

মেট্রোরেল বাড়তি সতর্কতা জারি, কর্মীদের সব ছুটি বাতিল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ

প্রকাশিত : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় ২ হাজার ৭৫০ কেজি ভারতীয় পলিপ্রোপিলিন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি ২০ লাখ টাকা।

২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, উদ্ধারকৃত পলিপ্রোপিলিনগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করানো হয়েছে। পণ্যগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পলিপ্রোপিলিন হলো একটি থার্মোপ্লাস্টিক পলিমার। এটি পলিথিনের পরে দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত প্লাস্টিক। এটি হালকা, শক্ত, তাপ-প্রতিরোধী ও রাসায়নিকভাবে বেশ স্থিতিশীল। পলিপ্রোপিলিনকে ইনজেকশন ছাঁচ নির্মাণের মতো বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে বিস্তৃত পরিসরে পণ্য তৈরি করা হয়। যেমন প্যাকেজিং, চিকিৎসা সরঞ্জাম, টেক্সটাইল ইত্যাদি।