ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন এসপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

সুন্দরবনের জলদস্যুদের তথ্য দিলে নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসে না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদের তালিকার করার নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।

এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলাে মুক্ত করে দেওয়া দাবি জানান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।

জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন এসপি

প্রকাশিত : ১১:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সুন্দরবনের জলদস্যুদের তথ্য দিলে নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসে না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদের তালিকার করার নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।

এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলাে মুক্ত করে দেওয়া দাবি জানান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।