ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনকে পশ্চিমাদের স্বীকৃতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। তবে এই দেশগুলো স্বীকৃতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি নিয়ে বর্তমান অবস্থানের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না।

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ সংবাদমাধ্যম আলজাজিরাকে তেলআবিব থেকে বলেছেন, “এটি নেতানিয়াহুর হিসাব-নিকাশকে পরিবর্তন করবে? এ মুহূর্তে নয়। তবে আমার মনে হয় তিনি চাপ অনুভব করা শুরু করেছেন। আমি মনে করি ইসরায়েল চাপ অনুভব শুরু করেছে। ইসরায়েল আসলে প্যারাডক্সের মুখোমুখি হয়েছে। ইসরায়েল এমনভাবে সবকিছু করছে যেন তাদের আটকানোর কেউ নেই। ফিলিস্তিনিদের ওপর তারা যে গণহত্যা চালাচ্ছে সেটি থামানোর কেউ নেই। অপরদিকে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। মাঠে রাজনৈতিক ফলাফলের দিক থেকে নয়, বরং এই অর্থে যে ফিলিস্তিন ইস্যু এখন বিশ্বজুড়ে বিদ্যমান নেতাদের জন্য একটি দায় হয়ে দাঁড়াচ্ছে, যা শুধু ইউরোপে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে।”

তবে ইসরায়েলে ওপর নিষেধাজ্ঞা এবং তাদের বিভিন্ন কার্যক্রম বয়কট করলে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন এ রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেছেন, “বয়কট আর নিষেধাজ্ঞা দিলে ইসরায়েলিরা বুঝতে পারবে নেতানিয়াহু ওই সাহসী প্রধানমন্ত্রী নয়, যে সব বাধা অতিক্রম করে একটি অসম্ভব যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু আসলে একজন অকার্যকর প্রধানমন্ত্রী। এতে করে ইসরায়েলিরা বিভক্ত হয়ে যাবে।”

 

ফিলিস্তিনকে পশ্চিমাদের স্বীকৃতি

প্রকাশিত : ১০:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। তবে এই দেশগুলো স্বীকৃতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি নিয়ে বর্তমান অবস্থানের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না।

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ সংবাদমাধ্যম আলজাজিরাকে তেলআবিব থেকে বলেছেন, “এটি নেতানিয়াহুর হিসাব-নিকাশকে পরিবর্তন করবে? এ মুহূর্তে নয়। তবে আমার মনে হয় তিনি চাপ অনুভব করা শুরু করেছেন। আমি মনে করি ইসরায়েল চাপ অনুভব শুরু করেছে। ইসরায়েল আসলে প্যারাডক্সের মুখোমুখি হয়েছে। ইসরায়েল এমনভাবে সবকিছু করছে যেন তাদের আটকানোর কেউ নেই। ফিলিস্তিনিদের ওপর তারা যে গণহত্যা চালাচ্ছে সেটি থামানোর কেউ নেই। অপরদিকে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। মাঠে রাজনৈতিক ফলাফলের দিক থেকে নয়, বরং এই অর্থে যে ফিলিস্তিন ইস্যু এখন বিশ্বজুড়ে বিদ্যমান নেতাদের জন্য একটি দায় হয়ে দাঁড়াচ্ছে, যা শুধু ইউরোপে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে।”

তবে ইসরায়েলে ওপর নিষেধাজ্ঞা এবং তাদের বিভিন্ন কার্যক্রম বয়কট করলে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন এ রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেছেন, “বয়কট আর নিষেধাজ্ঞা দিলে ইসরায়েলিরা বুঝতে পারবে নেতানিয়াহু ওই সাহসী প্রধানমন্ত্রী নয়, যে সব বাধা অতিক্রম করে একটি অসম্ভব যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু আসলে একজন অকার্যকর প্রধানমন্ত্রী। এতে করে ইসরায়েলিরা বিভক্ত হয়ে যাবে।”