ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

একদিনে ব্রিটিশ উপকূলে পৌঁছালেন হাজারেরও বেশি অভিবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের সীমান্ত রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের পরও ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। কেবল গত শুক্রবার একদিনেই ১ হাজার ৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১৩টি ছোট নৌকায় করে অভিবাসীরা ফ্রান্সের উত্তর উপকূল ও পা-দ্য-কালে উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের সবাই অনিয়মিত উপায়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

এদিকে, ফ্রান্স–যুক্তরাজ্য অভিবাসন চুক্তির আওতায় ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতিতে ইতোমধ্যে তিনজন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে খুব শিগগিরই ফ্রান্স থেকে বৈধ আবেদনকারীদের যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

চলতি বছরের এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। পিএ নিউজের বিশ্লেষণ অনুযায়ী, এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ ভাগ বেশি। গত বছর এই সময়ের মধ্যে ২২ হাজার ২৮ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২১ হাজার ৯১৮।

 

সদ্য নিযুক্ত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ একে ‌‌‘‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করতেই হবে। দুর্বৃত্ত মানবপাচারকারীরা আমাদের সীমান্তকে হুমকির মুখে ফেলছেন।

ব্রিটিশ এই মন্ত্রী বলেন, ফ্রান্সের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ায় যেসব মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, তাদের ফেরত পাঠানো সম্ভব হবে। এই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে বলে আমি আশা করছি।

তিনি বলেন, ‘‘যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষিত রাখা আমার অগ্রাধিকার। ইমিগ্রেশন সিস্টেমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সব ধরনের পদক্ষেপ বিবেচনা করছি।’’

অন্যদিকে, সেপ্টেম্বরের শুরুতে ১৭টি ছোট নৌকায় এক হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। এতে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে সরকারের ওপর চাপ আরও বেড়েছে। আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থানীয়দের বিক্ষোভ হচ্ছে।

তবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আগামী নির্বাচনের আগেই তিনি এসব হোটেল খালি করতে চান। যদিও এ বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা হয়নি। ইনফোমাইগ্রেন্টস।

একদিনে ব্রিটিশ উপকূলে পৌঁছালেন হাজারেরও বেশি অভিবাসী

প্রকাশিত : ০৫:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যের সীমান্ত রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের পরও ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। কেবল গত শুক্রবার একদিনেই ১ হাজার ৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১৩টি ছোট নৌকায় করে অভিবাসীরা ফ্রান্সের উত্তর উপকূল ও পা-দ্য-কালে উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের সবাই অনিয়মিত উপায়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

এদিকে, ফ্রান্স–যুক্তরাজ্য অভিবাসন চুক্তির আওতায় ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতিতে ইতোমধ্যে তিনজন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে খুব শিগগিরই ফ্রান্স থেকে বৈধ আবেদনকারীদের যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

চলতি বছরের এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। পিএ নিউজের বিশ্লেষণ অনুযায়ী, এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ ভাগ বেশি। গত বছর এই সময়ের মধ্যে ২২ হাজার ২৮ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২১ হাজার ৯১৮।

 

সদ্য নিযুক্ত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ একে ‌‌‘‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করতেই হবে। দুর্বৃত্ত মানবপাচারকারীরা আমাদের সীমান্তকে হুমকির মুখে ফেলছেন।

ব্রিটিশ এই মন্ত্রী বলেন, ফ্রান্সের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ায় যেসব মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, তাদের ফেরত পাঠানো সম্ভব হবে। এই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে বলে আমি আশা করছি।

তিনি বলেন, ‘‘যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষিত রাখা আমার অগ্রাধিকার। ইমিগ্রেশন সিস্টেমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সব ধরনের পদক্ষেপ বিবেচনা করছি।’’

অন্যদিকে, সেপ্টেম্বরের শুরুতে ১৭টি ছোট নৌকায় এক হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। এতে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে সরকারের ওপর চাপ আরও বেড়েছে। আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থানীয়দের বিক্ষোভ হচ্ছে।

তবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আগামী নির্বাচনের আগেই তিনি এসব হোটেল খালি করতে চান। যদিও এ বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা হয়নি। ইনফোমাইগ্রেন্টস।