ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু ১৩ বছর পর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

১৩ বছর পর রাজবাড়ী থেকে বালিয়াকান্দি হয়ে ফরিদপুরের মধুখালী পথে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজবাড়ী থেকে মধুখালীর উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

২০১২ সাল থেকে সড়কের বেহাল অবস্থার কারণে এ পথে বাস চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১৩ বছর পর রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে ৪০ কিলোমিটারের এ পথে পুনরায় বাস চলাচল শুরু হলো।

রাজবাড়ী থেকে মধুখালীর যাত্রাপথে বাসটি বাণীবহ, বহরপুর, বালিয়াকান্দি, জামালপুর স্ট্যান্ডে থামবে। প্রতিদিন ২০ মিনিট অন্তর ৩৭টি বাস এ পথে আসা-যাওয়া করবে। রাজবাড়ী থেকে মধুখালী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ধরা হয়েছে ৬০ টাকা। ভাড়া নির্ধারণ করা হয়েছে—মধুখালী-রাজবাড়ী ৬০ টাকা, বাণীবহ-রাজবাড়ী ১০ টাকা, বহরপুর-রাজবাড়ী ২০ টাকা, বালিয়াকান্দি-রাজবাড়ী ৩০ টাকা, বালিয়াকান্দি-বহরপুর ১০ টাকা, জামালপুর-রাজবাড়ী ৪৫ টাকা, জামালপুর-বালিয়াকান্দি ১৫ টাকা, মধুখালী-বালিয়াকান্দি ৩০ টাকা ও মধুখালী-জামালপুর ১৫ টাকা।

নতুন এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা। ওই পথের নিয়মিত যাত্রী রিফাত বিন আতিক বলেন, এ পথে বাস চলাচল করায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। যাতায়াত ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী হবে।

তিনি বলেন, আগে আমাদেরকে অটো মাহেন্দ্রতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হত। বাস চালু হওয়ায় সেই ঝুঁকি কিছুটা হলেও কমবে।

রমজান বিশ্বাস নামে আরেক যাত্রী বলেন, মাহেন্দ্র, সিএনজি অনিরাপদ পরিবহন। এগুলো মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হয়। এর ফলে যান-মালের ক্ষতি হয়। বাস পুনরায় চালু হওয়ায় এ পথে চলাচলে নিরাপদ বোধ করছি।

রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন, এ পথে আগে বাস চলাচল করত। তবে রাস্তা খারাপ থাকায় গত ১৩ বছর ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাস্তা ভালো হওয়ায় পুনরায় আজ থেকে রাজবাড়ী-মধুখালী পথে বাস চলাচল শুরু হলো। সকাল ৭টায় রাজবাড়ী থেকে প্রথম বাস ছেড়ে যায়। শেষ বাসটি ছাড়া হবে সন্ধ্যা ৬টায়।

এতোদিন এ পথে সিএনজি, মাহেন্দ্রসহ বিভিন্ন থ্রি-হুইলার যানবাহনে যাত্রী চলাচল ও মালামাল পরিবহন করা হতো। এ পথে বাস চলাচল করলে যাত্রীর সংকট হবে কিনা জানতে চাইলে রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, আমরা মনে করি না এতে আমাদের যাত্রী পেতে সমস্যা হবে। কারণ বাসে ভাড়া কম, মালামাল পরিবহনে সুবিধা বেশি, পাশাপাশি যাতায়াত অনেক নিরাপদ। তাই যাত্রীরা থ্রি-হুইলার থেকে বাস চলাচল করাটাকে নিরাপদ বেশি মনে করবে।

রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু ১৩ বছর পর

প্রকাশিত : ০৫:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

১৩ বছর পর রাজবাড়ী থেকে বালিয়াকান্দি হয়ে ফরিদপুরের মধুখালী পথে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজবাড়ী থেকে মধুখালীর উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

২০১২ সাল থেকে সড়কের বেহাল অবস্থার কারণে এ পথে বাস চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১৩ বছর পর রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে ৪০ কিলোমিটারের এ পথে পুনরায় বাস চলাচল শুরু হলো।

রাজবাড়ী থেকে মধুখালীর যাত্রাপথে বাসটি বাণীবহ, বহরপুর, বালিয়াকান্দি, জামালপুর স্ট্যান্ডে থামবে। প্রতিদিন ২০ মিনিট অন্তর ৩৭টি বাস এ পথে আসা-যাওয়া করবে। রাজবাড়ী থেকে মধুখালী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ধরা হয়েছে ৬০ টাকা। ভাড়া নির্ধারণ করা হয়েছে—মধুখালী-রাজবাড়ী ৬০ টাকা, বাণীবহ-রাজবাড়ী ১০ টাকা, বহরপুর-রাজবাড়ী ২০ টাকা, বালিয়াকান্দি-রাজবাড়ী ৩০ টাকা, বালিয়াকান্দি-বহরপুর ১০ টাকা, জামালপুর-রাজবাড়ী ৪৫ টাকা, জামালপুর-বালিয়াকান্দি ১৫ টাকা, মধুখালী-বালিয়াকান্দি ৩০ টাকা ও মধুখালী-জামালপুর ১৫ টাকা।

নতুন এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা। ওই পথের নিয়মিত যাত্রী রিফাত বিন আতিক বলেন, এ পথে বাস চলাচল করায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। যাতায়াত ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী হবে।

তিনি বলেন, আগে আমাদেরকে অটো মাহেন্দ্রতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হত। বাস চালু হওয়ায় সেই ঝুঁকি কিছুটা হলেও কমবে।

রমজান বিশ্বাস নামে আরেক যাত্রী বলেন, মাহেন্দ্র, সিএনজি অনিরাপদ পরিবহন। এগুলো মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হয়। এর ফলে যান-মালের ক্ষতি হয়। বাস পুনরায় চালু হওয়ায় এ পথে চলাচলে নিরাপদ বোধ করছি।

রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন, এ পথে আগে বাস চলাচল করত। তবে রাস্তা খারাপ থাকায় গত ১৩ বছর ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাস্তা ভালো হওয়ায় পুনরায় আজ থেকে রাজবাড়ী-মধুখালী পথে বাস চলাচল শুরু হলো। সকাল ৭টায় রাজবাড়ী থেকে প্রথম বাস ছেড়ে যায়। শেষ বাসটি ছাড়া হবে সন্ধ্যা ৬টায়।

এতোদিন এ পথে সিএনজি, মাহেন্দ্রসহ বিভিন্ন থ্রি-হুইলার যানবাহনে যাত্রী চলাচল ও মালামাল পরিবহন করা হতো। এ পথে বাস চলাচল করলে যাত্রীর সংকট হবে কিনা জানতে চাইলে রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, আমরা মনে করি না এতে আমাদের যাত্রী পেতে সমস্যা হবে। কারণ বাসে ভাড়া কম, মালামাল পরিবহনে সুবিধা বেশি, পাশাপাশি যাতায়াত অনেক নিরাপদ। তাই যাত্রীরা থ্রি-হুইলার থেকে বাস চলাচল করাটাকে নিরাপদ বেশি মনে করবে।