লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে পাকিস্তানি এক গুপ্তচরের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। গতকাল সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়।
লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন সোনম। যা দুইদিন আগে সহিংস হয়ে ওঠে। এতে চারজন নিহত ও প্রায় ৮০ জন আহত হন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
লাদাখ পুলিশের মহাপরিচালক এসডি সিং জামওয়াল শনিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সোনম ওয়াংচুক পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া গ্রেপ্তারকৃত পাকিস্তানের এক গুপ্তচরের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলেও দাবি করেন তিনি।
পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমরা সম্প্রতি এক পাকিস্তানি গুপ্তচরকেও আটক করেছি। যার সঙ্গে সোনমের যোগাযোগ ছিল এবং তিনি পাকিস্তানে তথ্য পাঠাচ্ছিলেন। আমাদের কাছে তথ্য আছে ওয়াংচুক পাকিস্তানের ডনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি বাংলাদেশেও গেছেন। তাকে নিয়ে বড় প্রশ্ন রয়েছে।”
সোনম ওয়াংচুককে যে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি বেশ কঠোর। এ মামলায় কেউ গ্রেপ্তার হলে দীর্ঘদিন কোনো জামিন ছাড়াই কারাগারে থাকতে হয়। একটি সূত্র জানিয়েছে, ওয়াংচুককে রাজস্থানের যোধপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া লাদাখের লেহ-তে কারফিউ জারি ও বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ভুল তথ্য প্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, গত ২৪ সেপ্টেম্বর ওয়াংচুক লেহ-তে উস্কানি দেন। ওই সময় তিনি আরব বসন্ত, নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন বলে জানিয়েছেন তিনি।