ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

এই উৎসবে দেবলীনার সুরেলা ব্যস্ততা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে

মূলত ১২ মাসই টিভি পর্দা, দেশ-বিদেশের মঞ্চ এবং রেকর্ডিংয়ে গান নিয়ে ব্যস্ত থাকেন সুকণ্ঠী দেবলীনা সুর। যেন তার নামের মতোই, সুরের বাইরে খুব একটা থাকার ফুরসত পান না। আর পূজা উৎসব এলে তো সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ।

এবারও তার ব্যতিক্রম ঘটলো না। বরং ব্যস্ততা বেড়েছে আরও। দেবলীনা জানান, এবারও টিভি থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত তার ব্যস্ততা লেগেই আছে। এরই মধ্যে দুর্গাপূজা ও তার কাজ নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হচ্ছে। আগামী ১লা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা।

এছাড়া ২৯ সেপ্টেম্বর সোমবার এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি হিসেবে থাকবেন দেবলীনা। একই রাতে আরটিভিতে প্রচার হবে ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠান। থাকছেন সেখানেও।

এছাড়া ২৯ সেপ্টেম্বর সোমবার এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি হিসেবে থাকবেন দেবলীনা। একই রাতে  আরটিভিতে প্রচার হবে ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠান। থাকছেন সেখানেও।

দেবলীনা সুর বলেন, ‘প্রতি উৎসবেই আসলে ব্যস্ততা বাড়ে। তবে পূজা এলে সেটার পরিমাণ আরও বাড়ে। সেটা আমি উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলে তো ভালোই লাগে। সবার ভালোবাসায় এবারের উৎসবটি যেন আমার ও সবার সুন্দর যায়, সেটাই প্রত্যাশা।’

সূত্র জানায়, দেবলীনার পারিবারিক ঐতিহ্য ছিল চমৎকার এবং এর ফলে তিনি সংগীতের সাথে এগিয়ে যান ক্রমশ। ১৯৯০/১৯৯১ সালে ৪/৫ বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। গান গেয়ে শৈশবে স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের সংগীতের বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অসংখ্য প্রথম পুরস্কার লাভ করেছেন দেবলীনা। এছাড়াও ১৯৯৩ সালে সংকেত জাতীয় পুরস্কার, ১৯৯৫ সালে নতুন কুঁড়ি শিশু পুরস্কার, ২০০৫ বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণ পুরস্কার, ২০১২ সালে ভারতের তথ্য অধিদফতর আয়োজিত ‘রাজ্য সংগীত ন্যাশনাল অ্যাওয়ার্ড’ কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন এই গায়িকা।

এই উৎসবে দেবলীনার সুরেলা ব্যস্ততা

প্রকাশিত : ১১:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মূলত ১২ মাসই টিভি পর্দা, দেশ-বিদেশের মঞ্চ এবং রেকর্ডিংয়ে গান নিয়ে ব্যস্ত থাকেন সুকণ্ঠী দেবলীনা সুর। যেন তার নামের মতোই, সুরের বাইরে খুব একটা থাকার ফুরসত পান না। আর পূজা উৎসব এলে তো সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ।

এবারও তার ব্যতিক্রম ঘটলো না। বরং ব্যস্ততা বেড়েছে আরও। দেবলীনা জানান, এবারও টিভি থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত তার ব্যস্ততা লেগেই আছে। এরই মধ্যে দুর্গাপূজা ও তার কাজ নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হচ্ছে। আগামী ১লা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা।

এছাড়া ২৯ সেপ্টেম্বর সোমবার এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি হিসেবে থাকবেন দেবলীনা। একই রাতে আরটিভিতে প্রচার হবে ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠান। থাকছেন সেখানেও।

এছাড়া ২৯ সেপ্টেম্বর সোমবার এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি হিসেবে থাকবেন দেবলীনা। একই রাতে  আরটিভিতে প্রচার হবে ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠান। থাকছেন সেখানেও।

দেবলীনা সুর বলেন, ‘প্রতি উৎসবেই আসলে ব্যস্ততা বাড়ে। তবে পূজা এলে সেটার পরিমাণ আরও বাড়ে। সেটা আমি উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলে তো ভালোই লাগে। সবার ভালোবাসায় এবারের উৎসবটি যেন আমার ও সবার সুন্দর যায়, সেটাই প্রত্যাশা।’

সূত্র জানায়, দেবলীনার পারিবারিক ঐতিহ্য ছিল চমৎকার এবং এর ফলে তিনি সংগীতের সাথে এগিয়ে যান ক্রমশ। ১৯৯০/১৯৯১ সালে ৪/৫ বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। গান গেয়ে শৈশবে স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের সংগীতের বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অসংখ্য প্রথম পুরস্কার লাভ করেছেন দেবলীনা। এছাড়াও ১৯৯৩ সালে সংকেত জাতীয় পুরস্কার, ১৯৯৫ সালে নতুন কুঁড়ি শিশু পুরস্কার, ২০০৫ বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণ পুরস্কার, ২০১২ সালে ভারতের তথ্য অধিদফতর আয়োজিত ‘রাজ্য সংগীত ন্যাশনাল অ্যাওয়ার্ড’ কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন এই গায়িকা।