ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

১ লাখ টাকা জরিমানা ডেরা রিসোর্টকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

মানিকগঞ্জের ঘিওরের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার ( ২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। এছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারণে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষকে শুনানির নোটিশ দেয়। তবে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে উপস্থিত হয়নি। পরে রোববার (২৮ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়।

ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মাণ ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো বাধা বিপত্তি নেই। দ্রুত এসটিপি নির্মাণ করা হবেও বলেও জানান তিনি। তবে কেন জরিমানা করা হয়েছে সে বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

১ লাখ টাকা জরিমানা ডেরা রিসোর্টকে

প্রকাশিত : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জের ঘিওরের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার ( ২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। এছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারণে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষকে শুনানির নোটিশ দেয়। তবে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে উপস্থিত হয়নি। পরে রোববার (২৮ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়।

ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মাণ ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো বাধা বিপত্তি নেই। দ্রুত এসটিপি নির্মাণ করা হবেও বলেও জানান তিনি। তবে কেন জরিমানা করা হয়েছে সে বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।