ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

‘খুলনায় খুব দ্রুত মাঠের কাজ এবং খেলা শুরু হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ২৫ পরিচালকের মধ্যে খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ। নির্বাচিত হওয়ার পর তিনি খুলনায় ঘরোয়া লিগ আয়োজন, আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথ তৈরিসহ নানা লক্ষ্য স্থির করেছেন।

এক সময় বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি স্পিনার হিসেবে পথচলা শুরু করেছিলেন। পরবর্তীতে বিসিবির নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন আব্দুর রাজ্জাক। সেই পদ ছেড়ে এবার সরাসরি যুক্ত হলেন বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পরিষদে।

খেলা শুরুর ব্যাপারে নিদিষ্ট সময়সীমা বা পরিকল্পনা আছে কি না 

কবে খেলা শুরু হতে পারে এটা এখনই বলতে পারব না। কেননা এর জন্য টেকনিক্যাল ব্যক্তিটা আমি নই, খেলা শুরু-শেষ নিয়েও নির্দিষ্ট সময় জানাতে পারবে তারা। এটা আসলে আমার বলার কথাও না, যত তাড়াতাড়ি (মাঠের কাজ) শেষ হবে, তত দ্রুত খেলা শুরু হবে।

খুলনা বিভাগসহ সব জেলার লিগ বন্ধ, এটা পুনরায় চালু করতে কী উদ্যোগ নেবেন? 

এটা (লিগ চালুর চেষ্টা) কিন্তু অনেক আগে থেকেই করেছি, এখন না শুধু। আগে যখন যে অবস্থায় ছিলাম খোঁজ-খবর রাখতাম যে লিগটা কবে-কীভাবে চালু করা যায়। যদি দ্রুত চালু করা যায় ততই ভালো, এটার জন্য আসলে মোটিভেশন দরকার। প্রত্যেকটা বিভাগ ও জেলাকে মোটিভেট করতে হবে। ক্লাবগুলোকে আগের ধারায় ফেরাতে চেষ্টা চালাতে হবে। ছোটবেলায় আমরা যেভাবে খেলেছি, প্রত্যেকটা জেলায় সেভাবে করতে চাই। অনেক বছরের গ্যাপ হয়েছে, এটা ইনশাআল্লাহ আবার শুরু হবে। চেষ্টা করব লিগগুলো যেন আবার মাঠে গড়ায়।

কমবে তাপমাত্রা,বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের আভাস

‘খুলনায় খুব দ্রুত মাঠের কাজ এবং খেলা শুরু হবে’

প্রকাশিত : ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ২৫ পরিচালকের মধ্যে খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ। নির্বাচিত হওয়ার পর তিনি খুলনায় ঘরোয়া লিগ আয়োজন, আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথ তৈরিসহ নানা লক্ষ্য স্থির করেছেন।

এক সময় বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি স্পিনার হিসেবে পথচলা শুরু করেছিলেন। পরবর্তীতে বিসিবির নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন আব্দুর রাজ্জাক। সেই পদ ছেড়ে এবার সরাসরি যুক্ত হলেন বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পরিষদে।

খেলা শুরুর ব্যাপারে নিদিষ্ট সময়সীমা বা পরিকল্পনা আছে কি না 

কবে খেলা শুরু হতে পারে এটা এখনই বলতে পারব না। কেননা এর জন্য টেকনিক্যাল ব্যক্তিটা আমি নই, খেলা শুরু-শেষ নিয়েও নির্দিষ্ট সময় জানাতে পারবে তারা। এটা আসলে আমার বলার কথাও না, যত তাড়াতাড়ি (মাঠের কাজ) শেষ হবে, তত দ্রুত খেলা শুরু হবে।

খুলনা বিভাগসহ সব জেলার লিগ বন্ধ, এটা পুনরায় চালু করতে কী উদ্যোগ নেবেন? 

এটা (লিগ চালুর চেষ্টা) কিন্তু অনেক আগে থেকেই করেছি, এখন না শুধু। আগে যখন যে অবস্থায় ছিলাম খোঁজ-খবর রাখতাম যে লিগটা কবে-কীভাবে চালু করা যায়। যদি দ্রুত চালু করা যায় ততই ভালো, এটার জন্য আসলে মোটিভেশন দরকার। প্রত্যেকটা বিভাগ ও জেলাকে মোটিভেট করতে হবে। ক্লাবগুলোকে আগের ধারায় ফেরাতে চেষ্টা চালাতে হবে। ছোটবেলায় আমরা যেভাবে খেলেছি, প্রত্যেকটা জেলায় সেভাবে করতে চাই। অনেক বছরের গ্যাপ হয়েছে, এটা ইনশাআল্লাহ আবার শুরু হবে। চেষ্টা করব লিগগুলো যেন আবার মাঠে গড়ায়।