বরিশাল প্রতিনিধি:
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই কর্মসূচি চলবে শুক্রবার (১৭ অক্টোবর) পর্যন্ত। ইতিমধ্যে প্রায় ১ হাজারেরও অধিক শিক্ষার্থী জমা দিয়েছেন সদস্য ফরম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেখা গিয়েছে বাকসু ভবনের সামনে স্থাপিত বুথে শিক্ষার্থীরা কলেজ আইডি কার্ড প্রদর্শন করে সদস্য ফরম সংগ্রহ করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছে, স্বাধীনতার পর বিএম কলেজে ছাত্রদলের কমিটি গঠনে এমন আয়োজন এবারই প্রথম, যা ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করেছে।
শিক্ষার্থী রেজা জানান, ছাত্রদল সবসময়ই ব্যাতিক্রমধর্মী কাজ করছে। তাই প্রথমবারের মতো ছাত্ররাজনীতির সাথে যুক্ত হতে ছাত্রদলকেই প্রাধান্য দিয়েছেন।
রসায়ন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, বিগত দিনের বদনাম ঘুচিয়ে আগামীর দিনগুলোতে ছাত্রদল হবে শিক্ষার্থী বান্ধব।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. রিয়াদুর রহমান বলেন, বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের সাথে সরাসরি যুক্ত হতে না পারা এবং বিভিন্ন ইউনিটে কমিটি গঠন নিয়ে বিতর্ক এড়াতেই কাউন্সিলের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, “নেতৃত্বে আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুনজুরুল আলম রিয়াদ জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রফুল্লতা সৃষ্টি করেছে। তারা ছাত্রদল সম্পর্কে জানতে পেরেছে।
তিনি মনে করেন, যোগ্য, সাহসী এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম নেতৃত্ব উঠে আসবে এই কর্মসূচির মধ্য দিয়ে।
বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, বিএম কলেজের কাউন্সিল শেষে পর্যায়ক্রমে অন্যান্য কলেজেও একইভাবে কমিটি গঠন হবে।