ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

১৪ বছর বয়সী সায়ান রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে হারালো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

বিশ্বকাপ দাবায় বাংলাদেশি দাবাড়ুদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ। দাবাড়ুদের প্রশিক্ষণের পাশাপাশি আজ ক্ষুদে দাবাড়ুদের উৎসাহিত ও অভিজ্ঞতা বাড়াতে এক প্রতিযোগিতায় অংশ নেন পিটার।

শুক্রবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সাইমালটেনিয়াস (একজন হেঁটে হেঁটে একাধিকের বিপক্ষে খেলা) দাবা প্রদর্শনী ম্যাচ। যেখানে রাশিয়ান গ্র্যান্ড মাস্টার পিটার কিরিয়াকভ অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ২৬ জন ছেলে ও মেয়ে দাবাড়ুর বিপক্ষে একযোগে খেলায় অংশ নেন।

এ প্রতিযোগিতায় চমকপ্রদভাবে ঢাকা চেস একাডেমির সায়ান মীরাব হাসান গ্র্যান্ড মাস্টার কিরিয়াকভকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও সাফায়েত কিবরিয়া আজান গ্র্যান্ড মাস্টারের বিপক্ষে ড্র করেন। বিশ্বমানের গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলায় এই ইভেন্টটি তরুণ দাবাড়ুদের জন্য ছিল একটি দারুণ অভিজ্ঞতা।

 

কমবে তাপমাত্রা,বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের আভাস

১৪ বছর বয়সী সায়ান রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে হারালো

প্রকাশিত : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ দাবায় বাংলাদেশি দাবাড়ুদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ। দাবাড়ুদের প্রশিক্ষণের পাশাপাশি আজ ক্ষুদে দাবাড়ুদের উৎসাহিত ও অভিজ্ঞতা বাড়াতে এক প্রতিযোগিতায় অংশ নেন পিটার।

শুক্রবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সাইমালটেনিয়াস (একজন হেঁটে হেঁটে একাধিকের বিপক্ষে খেলা) দাবা প্রদর্শনী ম্যাচ। যেখানে রাশিয়ান গ্র্যান্ড মাস্টার পিটার কিরিয়াকভ অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ২৬ জন ছেলে ও মেয়ে দাবাড়ুর বিপক্ষে একযোগে খেলায় অংশ নেন।

এ প্রতিযোগিতায় চমকপ্রদভাবে ঢাকা চেস একাডেমির সায়ান মীরাব হাসান গ্র্যান্ড মাস্টার কিরিয়াকভকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও সাফায়েত কিবরিয়া আজান গ্র্যান্ড মাস্টারের বিপক্ষে ড্র করেন। বিশ্বমানের গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলায় এই ইভেন্টটি তরুণ দাবাড়ুদের জন্য ছিল একটি দারুণ অভিজ্ঞতা।