২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দকা দীপু চাকমা। দেশের অন্যতম সেরা তায়কোয়ান্দো খেলোয়াড় দীপু। সেই দীপুকে সম্প্রতি ফেডারেশন অসদাচরণের জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে অব্যাহতি দিয়েছে। দীপুকে ক্যাম্প থেকে বাদ দেয়ার প্রতিবাদে আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে বেশ কয়েকজন তায়কোয়ান্দো খেলোয়াড় মানববন্ধন করেছেন। পরবর্তীতে তারা যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়ার কাছে চিঠি দিয়েছেন।
মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ মানববন্ধন কালে বলেন, ‘ফেডারেশনের পক্ষপাতমূলক আচরনের কারণে খেলোয়াড়দের অনুশীলন ও মানসিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সম্প্রতি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে অন্যায় এবং হটকারী সিদ্ধান্ত, হুমকি এবং অবৈধ বহিষ্কারের ঘটনা খেলোয়াড়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। দিপু চাকমাকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে। একজন স্বর্ণজয়ী খেলোয়াড়ের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদে আমরা আটজন খেলোয়াড় ক্যাম্প থেকে অব্যাহতি নিয়েছি।’ এই আট খেলোয়াড় হলেন- ফয়সাল আহমেদ, আবু জায়েদ খান, ফাতেমা ইসলাম, শেখ ইসলাম, মো. ইলিয়াস, লুবাবা বিনতে আমজাদ, সাগর শেখ ও নবীন চন্দ্র বড়ুয়া।
স্মারকলিপিতে পাঁচটি দাবী উত্থাপন করেন তায়কোয়ান্দোকারা। এর মধ্যে অন্যতম যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে সম্মানের সঙ্গে পুনরায় দলে অন্তর্ভূক্তি করা, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান চঞ্চলের জন্য ক্যাম্পে যে বিশৃংখলার সৃষ্টি হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। সাধারন সম্পাদক, সহসভাপতি এবং দুই সদস্যর কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন তারা। দাবি পূরণের জন্য তারা তিন দিন সময় দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে।
সম্প্রতি তায়কোয়ান্দো ফেডারেশন দক্ষিণ কোরিয়া থেকে কোচ এনেছে। দীপু চাকমা সামাজিক মাধ্যমে সেই কোচ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। সেখান থেকেই মূলত ফেডারেশনের সঙ্গে দীপুর টানাপোড়েনের সৃষ্টি। এরই প্রেক্ষিতে দীপুকে বাদ দিয়ে চলছে জাতীয় তায়কোয়ান্দো দলের ক্যাম্প। অন্য খেলোয়াড়রা দীপুকে এভাবে বাদ দেয়াটা অন্যায় ও অন্যায্য মনে করায় প্রতিবাদ করছেন। ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন তায়কোয়ান্দো খেলোয়াড়রা।