ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আসছে মাস্তি ফোর, মুক্তি শিগগিরই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’ ফিরছে বড় পর্দায়; শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এর চতুর্থ কিস্তি । তবে এর সর্বশেষ কিস্তি মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে; তাই ‘মাস্তি ফোর’ মুক্তির ঘোষণায় উন্মাদনা ছড়িয়েছে সিনে প্রেমীদের মাঝে।

সিক্যুয়েলটিতে ফিরছে সিরিজের সেই তিন নতুন মুখ; রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা রিতেশ দেশমুখ। নতুন সেই পোস্টারে বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানিকেও দেখা যায়।

পোস্টারটি পোস্ট করে অয়াজ্র ভঙ্গিতে অভিনেতা লিখেছেন, ‘উন্মাদনা যে আরও তীব্র হতে যাচ্ছে! ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি আপনার পথে আসছে; শিগগিরি ট্রেইলারও বের হবে।’

জানা গেছে, ‘মাস্তি ফোর’-এর প্রযোজনায় রয়েছেন ইন্দ্র কুমার, আশোক ঠাকেরিয়া, শোভা কাপুর, একতা কাপুর ও উমেশ বানসাল। পোস্টার থেকে পাওয়া তথ্যমতেই, ছবিটি মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।

২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় শুরু হওয়া মাস্তি সিরিজ বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল। এরপর আসে গ্র্যান্ড ‘মাস্তি’ (২০১৩) ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রায় দশ বছর পর, সেই তিন নায়ককেই নিয়ে এবার ফিরছে মাস্তি ফোর; যেখানে থাকছে আগের মতোই হাসি, মজা আর হুলস্থুল কাণ্ডকারখানা।

আসছে মাস্তি ফোর, মুক্তি শিগগিরই

প্রকাশিত : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’ ফিরছে বড় পর্দায়; শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এর চতুর্থ কিস্তি । তবে এর সর্বশেষ কিস্তি মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে; তাই ‘মাস্তি ফোর’ মুক্তির ঘোষণায় উন্মাদনা ছড়িয়েছে সিনে প্রেমীদের মাঝে।

সিক্যুয়েলটিতে ফিরছে সিরিজের সেই তিন নতুন মুখ; রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা রিতেশ দেশমুখ। নতুন সেই পোস্টারে বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানিকেও দেখা যায়।

পোস্টারটি পোস্ট করে অয়াজ্র ভঙ্গিতে অভিনেতা লিখেছেন, ‘উন্মাদনা যে আরও তীব্র হতে যাচ্ছে! ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি আপনার পথে আসছে; শিগগিরি ট্রেইলারও বের হবে।’

জানা গেছে, ‘মাস্তি ফোর’-এর প্রযোজনায় রয়েছেন ইন্দ্র কুমার, আশোক ঠাকেরিয়া, শোভা কাপুর, একতা কাপুর ও উমেশ বানসাল। পোস্টার থেকে পাওয়া তথ্যমতেই, ছবিটি মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।

২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় শুরু হওয়া মাস্তি সিরিজ বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল। এরপর আসে গ্র্যান্ড ‘মাস্তি’ (২০১৩) ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রায় দশ বছর পর, সেই তিন নায়ককেই নিয়ে এবার ফিরছে মাস্তি ফোর; যেখানে থাকছে আগের মতোই হাসি, মজা আর হুলস্থুল কাণ্ডকারখানা।