ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

বার্সাকে হারাল রিয়াল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

এখনই প্রতিশোধ বলে ফেলাটা হয়তো বাড়াবাড়ি হবে, তবে শিরোপাহীন মৌসুম কাটানোর সঙ্গে চার এল ক্লাসিকোতে হারের ক্ষতটা কিছুটা কমালো রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তারা জমজমাট উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে। অবশ্য কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস ও অফসাইডে দুটি গোল বাতিল না হলে লস ব্লাঙ্কোসদের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত।

সান্তিয়াগো বার্নাব্যুতে আজকের (রোববার) ম্যাচের আগে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছিল রিয়ালের উদ্দেশ্যে লামিনে ইয়ামালের করা ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’ তকমার বদৌলতে। যার জবাবটা মাঠেই দিলো জাবি আলোনসোর দল। অবশ্য ম্যাচের ফল নির্ধারণী ২-১ ব্যবধানটা প্রথমার্ধেই হয়েছে। রিয়ালের পক্ষে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম এবং বার্সার হয়ে এক গোল করে ব্যবধান কমান ফারমিন লোপেজ। শেষ দিকে দ্বিতীয় লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন বার্সা মিডফিল্ডার পেদ্রি। সেই উত্তেজনা ম্যাচ শেষে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে উভয়পক্ষ। কিছুটা এগিয়ে ছিল রিয়াল, মিনিট চারেকের মাথায় এরিক গার্সিয়ার হাতে বল লাগায় ভিএআরের কল্যাণে পেনাল্টি পায় তারা। কিন্তু স্পট কিকে এমবাপের শট দারুণভাবে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। অবশ্য গার্সিয়া-লোপেজের ফিনিশিং ব্যর্থতায় অল্প সময়ের মাঝে একাধিকবার ব্লুগ্রানাদের হতাশা সঙ্গী হয়। ইয়ামাল সেন্ট্রাল উইংয়ে খেলা শুরুর পর আরও কিছু সুযোগ তৈরি হয় বার্সার। বিপরীতে ৬৮ মিনিটে রিয়ালের আরেকটি গোল বাতিল হয় অফসাইডে, নিজের দ্বিতীয় গোল না পাওয়ার আক্ষেপে পোড়েন বেলিংহ্যাম।

ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে। বেশ কয়েকটি বদলি নামায় উভয় দল। এর মধ্যে নজর কেড়েছেন ভিনিসিয়ুস, রদ্রিগোকে নামাতে তাকে তুলে নেওয়ায় ডাগআউটে যাওয়ার আগপর্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এই লেফট উইংগার। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি কেউই। ২-১ ব্যবধানে জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল আলোনসোর দল। বার্সার চেয়ে ব্যবধান বাড়িয়ে ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কাতালানরা দুইয়ে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বার্সাকে হারাল রিয়াল

প্রকাশিত : ০১:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

এখনই প্রতিশোধ বলে ফেলাটা হয়তো বাড়াবাড়ি হবে, তবে শিরোপাহীন মৌসুম কাটানোর সঙ্গে চার এল ক্লাসিকোতে হারের ক্ষতটা কিছুটা কমালো রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তারা জমজমাট উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে। অবশ্য কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস ও অফসাইডে দুটি গোল বাতিল না হলে লস ব্লাঙ্কোসদের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত।

সান্তিয়াগো বার্নাব্যুতে আজকের (রোববার) ম্যাচের আগে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছিল রিয়ালের উদ্দেশ্যে লামিনে ইয়ামালের করা ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’ তকমার বদৌলতে। যার জবাবটা মাঠেই দিলো জাবি আলোনসোর দল। অবশ্য ম্যাচের ফল নির্ধারণী ২-১ ব্যবধানটা প্রথমার্ধেই হয়েছে। রিয়ালের পক্ষে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম এবং বার্সার হয়ে এক গোল করে ব্যবধান কমান ফারমিন লোপেজ। শেষ দিকে দ্বিতীয় লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন বার্সা মিডফিল্ডার পেদ্রি। সেই উত্তেজনা ম্যাচ শেষে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে উভয়পক্ষ। কিছুটা এগিয়ে ছিল রিয়াল, মিনিট চারেকের মাথায় এরিক গার্সিয়ার হাতে বল লাগায় ভিএআরের কল্যাণে পেনাল্টি পায় তারা। কিন্তু স্পট কিকে এমবাপের শট দারুণভাবে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। অবশ্য গার্সিয়া-লোপেজের ফিনিশিং ব্যর্থতায় অল্প সময়ের মাঝে একাধিকবার ব্লুগ্রানাদের হতাশা সঙ্গী হয়। ইয়ামাল সেন্ট্রাল উইংয়ে খেলা শুরুর পর আরও কিছু সুযোগ তৈরি হয় বার্সার। বিপরীতে ৬৮ মিনিটে রিয়ালের আরেকটি গোল বাতিল হয় অফসাইডে, নিজের দ্বিতীয় গোল না পাওয়ার আক্ষেপে পোড়েন বেলিংহ্যাম।

ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে। বেশ কয়েকটি বদলি নামায় উভয় দল। এর মধ্যে নজর কেড়েছেন ভিনিসিয়ুস, রদ্রিগোকে নামাতে তাকে তুলে নেওয়ায় ডাগআউটে যাওয়ার আগপর্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এই লেফট উইংগার। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি কেউই। ২-১ ব্যবধানে জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল আলোনসোর দল। বার্সার চেয়ে ব্যবধান বাড়িয়ে ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কাতালানরা দুইয়ে রয়েছে।