ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের আরো দুই পদক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।  রবিবার রাতে বাংলাদেশ নারী ও পুরুষ রিলে দু’টি ব্রোঞ্জ পদক জিতেছে। দু’টিই ৪/৪০০ মিটার রিলে।

৪/৪০০ মিটারে পুরুষ বিভাগ দৌড়েছেন মাসুদ রানা, তারেক, নাজিমুল হোসেন রনি ও লুসাদ ইসলাম। তারা ৩ মিনিট ১৫ সেকেন্ড সময় নেন। এই ইভেন্টে প্রথম হওয়া লঙ্কান স্প্রিন্টারদের টাইমিং ৩ মিনিট ৫.১২ সেকেন্ড।

বাংলাদেশ  আরেকটি পদক পেতে পারত। ৪০০ মিটার পুরুষ হার্ডেলসে নাজিমুল হাসান রনি ৫১.০৬ সেকেন্ড টাইমিং করেন। ভারতের কারনা বেগেরও সমান টাইমিং। ফটোফিনিশংয়ে রনি ভারতের হার্ডলারের কাছে ব্রোঞ্জ পদক হারান। ঘন্টা তিনেক পর রিলে দলের হয়ে ব্রোঞ্জ জিতে সেই আক্ষেপ খানিকটা ঘুচেছে রনির।

৪/৪০০ মিটার নারী ইভেন্টে মহিলা বিভাগে দৌড়ান শরিফা খাতুন, বর্ষা খাতুন, সুমাইয়া দেওয়ান ও নুসরাত জাহান রুনা। তারা ৩ মিনিট ৫৫.৬৩ সেকেন্ড সময় নেন। বাংলাদেশের কয়েক বারের দ্রুততম মানবী শিরিন আক্তার ৪০০ মিটার রিলেতে অংশ নেননি।

সাফ অ্যাথলেটিক্সে এটি বাংলাদেশের তৃতীয় পদক। গতকাল ৪/১০০ মিটার পুরুষ রিলেতে ব্রোঞ্জ জিতেছিলেন ইসমাইলরা। দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্প্রিন্টার স্বর্ণ জিততেন এক সময়। এখন রিলে ইভেন্টে ব্রোঞ্জ জয়ই সান্ত্বনা।

জনপ্রিয় সংবাদ

সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের আরো দুই পদক

প্রকাশিত : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।  রবিবার রাতে বাংলাদেশ নারী ও পুরুষ রিলে দু’টি ব্রোঞ্জ পদক জিতেছে। দু’টিই ৪/৪০০ মিটার রিলে।

৪/৪০০ মিটারে পুরুষ বিভাগ দৌড়েছেন মাসুদ রানা, তারেক, নাজিমুল হোসেন রনি ও লুসাদ ইসলাম। তারা ৩ মিনিট ১৫ সেকেন্ড সময় নেন। এই ইভেন্টে প্রথম হওয়া লঙ্কান স্প্রিন্টারদের টাইমিং ৩ মিনিট ৫.১২ সেকেন্ড।

বাংলাদেশ  আরেকটি পদক পেতে পারত। ৪০০ মিটার পুরুষ হার্ডেলসে নাজিমুল হাসান রনি ৫১.০৬ সেকেন্ড টাইমিং করেন। ভারতের কারনা বেগেরও সমান টাইমিং। ফটোফিনিশংয়ে রনি ভারতের হার্ডলারের কাছে ব্রোঞ্জ পদক হারান। ঘন্টা তিনেক পর রিলে দলের হয়ে ব্রোঞ্জ জিতে সেই আক্ষেপ খানিকটা ঘুচেছে রনির।

৪/৪০০ মিটার নারী ইভেন্টে মহিলা বিভাগে দৌড়ান শরিফা খাতুন, বর্ষা খাতুন, সুমাইয়া দেওয়ান ও নুসরাত জাহান রুনা। তারা ৩ মিনিট ৫৫.৬৩ সেকেন্ড সময় নেন। বাংলাদেশের কয়েক বারের দ্রুততম মানবী শিরিন আক্তার ৪০০ মিটার রিলেতে অংশ নেননি।

সাফ অ্যাথলেটিক্সে এটি বাংলাদেশের তৃতীয় পদক। গতকাল ৪/১০০ মিটার পুরুষ রিলেতে ব্রোঞ্জ জিতেছিলেন ইসমাইলরা। দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্প্রিন্টার স্বর্ণ জিততেন এক সময়। এখন রিলে ইভেন্টে ব্রোঞ্জ জয়ই সান্ত্বনা।