ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

শাহরুখের প্রাইভেট জেট দেখতে কেমন?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খান। যার জীবনযাপন বরাবরই তার ছবির মতোই বর্ণিল এবং জমকালো। তার মুম্বাইয়ের বাংলো ‘মন্নত’ কেমন, তার আভাস সোশ্যাল মিডিয়ার ছবিতে বা বিভিন্ন তথ্যচিত্রে পাওয়া গেলেও, তার ব্যক্তিগত উড়োজাহাজ বা প্রাইভেট জেটের ভেতরের দৃশ্য সাধারণত থাকে লোকচক্ষুর আড়ালে।

সম্প্রতি একটি ভাইরাল ছবিতে সেই গোপন দরজাটাই যেন খুলে গেল। শাহরুখের বিলাসবহুল প্রাইভেট জেটের সাজসজ্জা দেখে মুগ্ধ তার অগণিত ভক্ত-অনুরাগী। তার বাসভবন ‘মান্নাত’-এর অন্দরমহল নিয়ে বলিউডের বহু তারকা এর আগে সংবাদমাধ্যমে নানা মন্তব্য করেছেন।

নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রেও শাহরুখ নিজেই মান্নাত ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবার সেই একই রকম চমকপ্রদভাবে সামনে এল তার প্রাইভেট জেটের ঝলক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় প্রাইভেট জেটের অভ্যন্তরে বিমানসেবিকার পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ। আর এই একটি ছবি থেকেই বলিউড বাদশার ব্যক্তিগত উড়োজাহাজটির ভেতরের রূপ আন্দাজ করতে পারছেন অনুরাগীরা।

শাহরুখের এই বিলাসবহুল উড়োজাহাজের অন্দরে রয়েছে সাদা ও লালের মনকাড়া আলোর ব্যবহার। আসনগুলোর চামড়ার কভার ক্রিম রঙের। যা কিনা চোখের আরাম দেয়। সবচেয়ে চমকপ্রদ হলো প্লেনের সিলিং বা ছাদটি লাল রঙের, অনেকটা তার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর রঙের মতোই।

জনপ্রিয় সংবাদ

শাহরুখের প্রাইভেট জেট দেখতে কেমন?

প্রকাশিত : ০৬:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বলিউড বাদশা শাহরুখ খান। যার জীবনযাপন বরাবরই তার ছবির মতোই বর্ণিল এবং জমকালো। তার মুম্বাইয়ের বাংলো ‘মন্নত’ কেমন, তার আভাস সোশ্যাল মিডিয়ার ছবিতে বা বিভিন্ন তথ্যচিত্রে পাওয়া গেলেও, তার ব্যক্তিগত উড়োজাহাজ বা প্রাইভেট জেটের ভেতরের দৃশ্য সাধারণত থাকে লোকচক্ষুর আড়ালে।

সম্প্রতি একটি ভাইরাল ছবিতে সেই গোপন দরজাটাই যেন খুলে গেল। শাহরুখের বিলাসবহুল প্রাইভেট জেটের সাজসজ্জা দেখে মুগ্ধ তার অগণিত ভক্ত-অনুরাগী। তার বাসভবন ‘মান্নাত’-এর অন্দরমহল নিয়ে বলিউডের বহু তারকা এর আগে সংবাদমাধ্যমে নানা মন্তব্য করেছেন।

নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রেও শাহরুখ নিজেই মান্নাত ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবার সেই একই রকম চমকপ্রদভাবে সামনে এল তার প্রাইভেট জেটের ঝলক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় প্রাইভেট জেটের অভ্যন্তরে বিমানসেবিকার পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ। আর এই একটি ছবি থেকেই বলিউড বাদশার ব্যক্তিগত উড়োজাহাজটির ভেতরের রূপ আন্দাজ করতে পারছেন অনুরাগীরা।

শাহরুখের এই বিলাসবহুল উড়োজাহাজের অন্দরে রয়েছে সাদা ও লালের মনকাড়া আলোর ব্যবহার। আসনগুলোর চামড়ার কভার ক্রিম রঙের। যা কিনা চোখের আরাম দেয়। সবচেয়ে চমকপ্রদ হলো প্লেনের সিলিং বা ছাদটি লাল রঙের, অনেকটা তার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর রঙের মতোই।