ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ইতালিতে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

ইউরোপের দেশ ইতালিতে বিদেশি নাগরিকদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশই বিদেশি নাগরিক। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সংখ্যা ১১ দশমিক ৫ শতাংশ। ইতালির জনমিতি বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তুলে ধরেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন।

৩৪তম কারিতাস-মিগ্রান্তেসের অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ অর্থাৎ অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি। গত ১৪ অক্টোবর দেশটির রাজধানী রোমে ‘বিদেশি বংশোদ্ভুত তারুণ্য: ইতালির রূপান্তর ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইতালিতে বিদেশি শিক্ষার্থী ছিলেন নয় লাখ ১০ হাজার ৯৮৪ জন। সংখ্যাটি মোট শিক্ষার্থীর ১১.৫ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অভিবাসী প্রজন্ম আরো বিশ্বজনীন এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে ধারণ করতে পারেন।

অভিবাসী শিশুদের একটি বড় অংশের জন্ম ইতালিতে, বেড়েও উঠছেন ইটালীয় সমাজে। বাস্তবিক অর্থে তিরি ইটালীয় হলেও তাদের নাগরিকত্ব নেই।

জনপ্রিয় সংবাদ

ইতালিতে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

প্রকাশিত : ০৭:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ইউরোপের দেশ ইতালিতে বিদেশি নাগরিকদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশই বিদেশি নাগরিক। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সংখ্যা ১১ দশমিক ৫ শতাংশ। ইতালির জনমিতি বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তুলে ধরেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন।

৩৪তম কারিতাস-মিগ্রান্তেসের অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ অর্থাৎ অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি। গত ১৪ অক্টোবর দেশটির রাজধানী রোমে ‘বিদেশি বংশোদ্ভুত তারুণ্য: ইতালির রূপান্তর ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইতালিতে বিদেশি শিক্ষার্থী ছিলেন নয় লাখ ১০ হাজার ৯৮৪ জন। সংখ্যাটি মোট শিক্ষার্থীর ১১.৫ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অভিবাসী প্রজন্ম আরো বিশ্বজনীন এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে ধারণ করতে পারেন।

অভিবাসী শিশুদের একটি বড় অংশের জন্ম ইতালিতে, বেড়েও উঠছেন ইটালীয় সমাজে। বাস্তবিক অর্থে তিরি ইটালীয় হলেও তাদের নাগরিকত্ব নেই।