সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, রাশিয়া, মরক্কো ও কাফকো থেকে দুই লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ১৭৮ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৬০ টাকা। এর মধ্যে এক লাখ ১০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৩৫ হাজার টন এমওপি সার রয়েছে। এছাড়া, ১৯৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকায় ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটের ৪০ হাজার মেট্রিক টন বান্ধ গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আমিরাত থেকে এ সার আমদানিতে ব্যয় হবে ১৯২ কোটি ০৮ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯২ দশমিক ৩৩ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মরক্কো থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ২০১ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৪৮ মার্কিন ডলার।
এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সান ইন্টারন্যাশনালের কাছ থেকে এই ফসফরিক এসিড আমদানিতে ব্যয় হবে ১৯৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন এসিডের দাম পড়বে ৭৭৫ মার্কিন ডলার।

ডেস্ক রিপোর্ট 























