রাজধানীতে অনুষ্ঠিত হলো গ্রামীণ হেলথ টেকের ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম রাইজ অ্যাবাভ অল এর নবম আসর।
দিনব্যাপী চলমান এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হয়েছিলেন।
২০২৫ সালের সংস্করণটি ছিল আগের সব আয়োজনের চেয়ে বড় ও প্রাণবন্ত। এ বছর সুখী, একটি ৩৬০° ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল সহযোগী স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করেছে।

ইভেন্টে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল এবং অসাধারণ কিছু ব্যক্তিত্ব। যা তরুণদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে, যেখানে পুশ আপ চ্যালেঞ্জ-এর প্রাইমারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সেরা ১৭ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে, এবং সেখান থেকে বিজয়ী জিতে নেন ‘সুখী’ এর সৌজন্যে একটি ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো।
বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন- সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার), শুভাশিস ভৌমিক সহ আরও অনেকে।
মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন। সন্ধ্যায় নেমেসিস ব্যান্ডের লাইভ পারফর্মেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।

ডেস্ক রিপোর্ট 












