ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

৪১টি ওয়ার্ডের প্রতিটিতেই হবে খেলার মাঠ ও পার্ক চট্টগ্রামের : মেয়র

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়তে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতেই খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১ নভেম্বর) চসিকের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে উন্নয়নাধীন হালিশহর বিডিআর মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কিছুদিন আগে চসিক মেয়রের উদ্যোগে মাঠটির সংস্কার কাজ শুরু হয়। মাঠের চারপাশে বয়স্কদের হাঁটা ও ব্যায়ামের জন্য একটি ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি মাঠটি সমান ও উঁচু করে তাতে ঘাস রোপণ করা হয়েছে, যাতে স্থানীয়রা খেলাধুলা ও বিনোদনের জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন।

ডা. শাহাদাত বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি মাঠ উন্নয়নে উদ্যোগ নিয়েছে চসিক। প্রকৌশল বিভাগ ধাপে ধাপে সব ওয়ার্ডে মাঠ ও পার্ক নির্মাণের কাজ বাস্তবায়ন করবে। আমরা চাই প্রতিটি ওয়ার্ডের মানুষ তাদের সন্তানদের নিয়ে হাঁটতে, খেলতে ও আনন্দ করতে পারুক– যেন প্রতিটি ওয়ার্ড হয়ে ওঠে সুস্থ নগরজীবনের প্রতীক।

মেয়র স্থানীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পরিদর্শন শেষে চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে নির্দেশনা দেন এবং মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির (হাফুস) সভাপতি ফরিদ আহমেদ বাবু, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন, মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপনসহ স্থানীয় নেতারা।

চট্টগ্রাম-সিলেট অঞ্চলে বৃষ্টির আভাস,বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ

৪১টি ওয়ার্ডের প্রতিটিতেই হবে খেলার মাঠ ও পার্ক চট্টগ্রামের : মেয়র

প্রকাশিত : ০৬:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়তে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতেই খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১ নভেম্বর) চসিকের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে উন্নয়নাধীন হালিশহর বিডিআর মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কিছুদিন আগে চসিক মেয়রের উদ্যোগে মাঠটির সংস্কার কাজ শুরু হয়। মাঠের চারপাশে বয়স্কদের হাঁটা ও ব্যায়ামের জন্য একটি ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি মাঠটি সমান ও উঁচু করে তাতে ঘাস রোপণ করা হয়েছে, যাতে স্থানীয়রা খেলাধুলা ও বিনোদনের জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন।

ডা. শাহাদাত বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি মাঠ উন্নয়নে উদ্যোগ নিয়েছে চসিক। প্রকৌশল বিভাগ ধাপে ধাপে সব ওয়ার্ডে মাঠ ও পার্ক নির্মাণের কাজ বাস্তবায়ন করবে। আমরা চাই প্রতিটি ওয়ার্ডের মানুষ তাদের সন্তানদের নিয়ে হাঁটতে, খেলতে ও আনন্দ করতে পারুক– যেন প্রতিটি ওয়ার্ড হয়ে ওঠে সুস্থ নগরজীবনের প্রতীক।

মেয়র স্থানীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পরিদর্শন শেষে চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে নির্দেশনা দেন এবং মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির (হাফুস) সভাপতি ফরিদ আহমেদ বাবু, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন, মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপনসহ স্থানীয় নেতারা।