মার্কিন তেল জায়ান্ট এক্সনমোবিল এবং শেভরন শুক্রবার কম আয়ের খবর প্রকাশ করেছে। তেলের দাম কমে যাওয়ায় উচ্চ উৎপাদন সত্ত্বেও তাদের মুনাফা হ্রাস পেয়েছে।
এক্সনমোবিল জানিয়েছে যে, তৃতীয় প্রান্তিকে তাদের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৩ শতাংশ কমে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে শেভরন একই সময়ে ২১.১ শতাংশ মুনাফা হ্রাস হওয়ার কথা জানিয়েছে। তাদের মুনাফা দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারে।
উভয় কোম্পানিই টেক্সাস এবং নিউ মেক্সিকোতে অবস্থিত শেল-সমৃদ্ধ এলাকা পারমিয়ান বেসিনে প্রচুর বিনিয়োগ করেছে, পাশাপাশি তারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোর প্রকল্পেও মনোযোগ দিয়েছে।

এক্সনমোবিল ব্রাজিল এবং গায়ানাতে নতুন বড় অনুসন্ধান ও উৎপাদন প্রকল্পগুলো চালু হওয়ার কথা উল্লেখ করেছে; যার মধ্যে গায়ানার প্রকল্পটি এ পর্যন্ত তাদের চতুর্থ এবং বৃহত্তম। কোম্পানিটি ৫ বিলিয়ন ডলারের বেশি মূলধন ব্যয়ের ‘মেগা-প্রকল্প’ পরিচালনায় তাদের দক্ষতার কথা তুলে ধরেছে।
তাদের মোট উৎপাদনের পরিমাণ ছিল দৈনিক ৪.৮ মিলিয়ন ব্যারেল তেল সমতুল্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বেশি।
প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস বলেন, ‘২০২৫ সালে আমাদের ১০টি প্রধান প্রকল্পের মধ্যে আটটি এখন চালু করা হয়েছে, বাকি দুটিও সঠিক পথে রয়েছে।’
উডস বলেন, তার প্রতিষ্ঠান মোজাম্বিকে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। ফরাসি পেট্রোলিয়াম জায়ান্ট টোটালএনার্জিসের কাজ পুনরায় শুরু করার একটি পরিকল্পনার বিষয়ে এনজিওগুলো কঠোর সমালোচনা করেছে।

ডেস্ক রিপোর্ট 






















