আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান থেকে আফগানিস্তানে ড্রোন যুক্তরাষ্ট্র। তিনি এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ রোববার (২ অক্টোবর) তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটিকে জাবিহুল্লাহ বলেছেন, “পাকিস্তান আমাদের কাছে দাবি করেছে আমাদের ভূখণ্ড যেন তাদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার সময় আমরা পাকিস্তানকে অনুরোধ জানিয়েছি তাদের ভূখণ্ড যেন আমাদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়।”

পাকিস্তান হয়ে আফগানিস্তানে মার্কিনিরা ড্রোন ওড়াচ্ছে অভিযোগ করে আফগান সরকারের মুখপাত্র বলেছেন, “আমেরিকান ড্রোন আফগানিস্তানে ওড়ছে। পাকিস্তান হয়ে এসব ড্রোন আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এটি অবশ্যই হওয়া উচিত নয়। কিন্তু এ ক্ষেত্রে পাকিস্তানিরা কিছু করতে পারছে না। তারা এগুলো বন্ধ করতে পারছে না। স্বাভাবিকভাবেই এটিকে একটি অক্ষমতা হিসেবে বিবেচনা করা হবে। আমরা এটি বুঝি।”
পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠী টিটিপির কার্যক্রম বন্ধ করতে আফগানিস্তানকে চাপ দিচ্ছে বলে জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ। তবে তাদের সঙ্গে আফগান তালেবানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।
মুজাহিদ বলেন, “কাতার ও তুরস্কে শান্তি আলোচনার বৈঠকে পাকিস্তান জানিয়েছে টিটিপি তাদের জন্য একটি সমস্যা এবং আফগানিস্তান যেন তাদের নিয়ন্ত্রণ করে। আমরা স্পষ্ট করেছি অন্য দেশের বিরুদ্ধে কাজ করতে টিটিপিকে আমরা আমাদের ভূখণ্ডে কোনো কার্যক্রম চালাতে দেই না। পাকিস্তান এখন আমাদের বলছে পাকিস্তানে যেন আমরা টিটিপিকে থামাই। যেটি আমাদের আওতাধীন নয়।”
এছাড়া টিটিপি পাকিস্তানের নিজস্ব রাজনীতির একটি প্রোডাক্ট বলেও মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























