শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই আরেক টাইফুন ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। গত সপ্তাহে কালমায়েগির আঘাতে দেশটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা ভেঙে পড়ে। এরমধ্যেই ‘ফুং-অং’ নামে আরেকটি টাইফুন উপকূলের দিকে আসছে।
উপকূলে আঘাত হানার আগে ‘ফুং-অং’ সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, নতুন টাইফুনটি আকারে এত বড় যে এটি পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে।

কালমায়েগির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিবু প্রদেশ। শক্তিশালী এ ঝড়ের আঘাতে যারা মারা গেছেন তাদের মরদেহ সারি সারি কফিনে রাখা ছিল। শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের শোকার্ত পরিবারের সদস্যরা।
ফিলিপাইনে এখনো প্রায় ১০০ মানুষ নিখোঁজ আছেন। ঝড় আঘাত হানার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা এখনো ফিরে আসেনি।
এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা হয় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নয়ত অন্য আত্মীয়দের বাড়িতে উঠেছেন।

ডেস্ক রিপোর্ট 






















