ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ভেনেজুয়েলাকে সামরিক সহায়তায় প্রস্তুত রাশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। জবাবে রাশিয়া জানিয়েছে তারা তাদের মিত্র দেশকে সহায়তা করতে প্রস্তুত আছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মস্কোর কাছে তাদের সুখোই যুদ্ধবিমান মেরামত, রাডার সিস্টেম আপগ্রেড এবং মিসাইল ব্যবস্থা দিতে আহ্বান জানান।

এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গতকাল শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, ভেনেজুয়েলাকে সহায়তা করতে তারা প্রস্তুত। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে কোনো ধরনের উস্কানি সৃষ্টি না করতে সতর্কতা দেন তিনি।

যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে। সঙ্গে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী রণতরী নিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ভেনেজুয়েলার ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এমন সময়ই রাশিয়ার কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

ভেনেজুয়েলাকে সামরিক সহায়তায় প্রস্তুত রাশিয়া

প্রকাশিত : ০৬:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। জবাবে রাশিয়া জানিয়েছে তারা তাদের মিত্র দেশকে সহায়তা করতে প্রস্তুত আছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মস্কোর কাছে তাদের সুখোই যুদ্ধবিমান মেরামত, রাডার সিস্টেম আপগ্রেড এবং মিসাইল ব্যবস্থা দিতে আহ্বান জানান।

এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গতকাল শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, ভেনেজুয়েলাকে সহায়তা করতে তারা প্রস্তুত। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে কোনো ধরনের উস্কানি সৃষ্টি না করতে সতর্কতা দেন তিনি।

যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে। সঙ্গে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী রণতরী নিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ভেনেজুয়েলার ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এমন সময়ই রাশিয়ার কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।