ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আফগান সরকার জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে হতাশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের কপ৩০ জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আফগানিস্তানকে সোমবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় তালেবান সরকার হতাশা প্রকাশ করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০) সোমবার ব্রাজিলে শুরু হচ্ছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

আফগানিস্তানের জাতীয় পরিবেশ সংরক্ষণ সংস্থা (এনইপিএ) এক বিবৃতিতে বলেছে, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে কপ৩০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; এটি গভীর উদ্বেগের বিষয়।’

এর আগে, গত বছর তালেবান সরকার কপ২৯ সম্মেলনে অংশ নিয়েছিল। তবে আলোচনায় সরাসরি অংশগ্রহণকারী নয়, বরং আয়োজক দেশ আজারবাইজানের ‌‌‘‘অতিথি’’ হিসেবে আফগানিস্তানের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছিলেন। আফগানস্তিানের ক্ষমতাসীন সশস্ত্র শাকগোষ্ঠী তালেবান সরকারকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। বর্তমানে কেবল রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তালেবান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রায় ৮৯ শতাংশ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল।

গত এপ্রিলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আফগানিস্তান বার বার খরার সম্মুখীন হয়েছে; যা দেশটির জনগণের টিকে থাকার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ৩০ মিটার পর্যন্ত নেমে গেছে।

কপ৩০ শুরুর আগে জাতিসংঘ বলেছে, ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০২৫ সাল।

আফগান সরকার জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে হতাশ

প্রকাশিত : ০৪:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের কপ৩০ জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আফগানিস্তানকে সোমবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় তালেবান সরকার হতাশা প্রকাশ করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০) সোমবার ব্রাজিলে শুরু হচ্ছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

আফগানিস্তানের জাতীয় পরিবেশ সংরক্ষণ সংস্থা (এনইপিএ) এক বিবৃতিতে বলেছে, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে কপ৩০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; এটি গভীর উদ্বেগের বিষয়।’

এর আগে, গত বছর তালেবান সরকার কপ২৯ সম্মেলনে অংশ নিয়েছিল। তবে আলোচনায় সরাসরি অংশগ্রহণকারী নয়, বরং আয়োজক দেশ আজারবাইজানের ‌‌‘‘অতিথি’’ হিসেবে আফগানিস্তানের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছিলেন। আফগানস্তিানের ক্ষমতাসীন সশস্ত্র শাকগোষ্ঠী তালেবান সরকারকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। বর্তমানে কেবল রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তালেবান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রায় ৮৯ শতাংশ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল।

গত এপ্রিলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আফগানিস্তান বার বার খরার সম্মুখীন হয়েছে; যা দেশটির জনগণের টিকে থাকার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ৩০ মিটার পর্যন্ত নেমে গেছে।

কপ৩০ শুরুর আগে জাতিসংঘ বলেছে, ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০২৫ সাল।