ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

নতুন ভিসা চালু করল ওমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের জন্য ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান। নতুন এই ভিসা প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশটির শিল্প ও সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করা।

ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা বিনিময়, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন, উৎসবে অংশগ্রহণ এবং সাহিত্য-শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজে অস্থায়ী ভিসা প্রদান করা হবে। সময়সীমার হিসেবে এই ভিসার তিনটি ক্যাটাগরি রয়েছে— স্বল্পমেয়াদি (এক বছর), মধ্যমমেয়াদী (পাঁচ বছর) এবং দীর্ঘমেয়াদী (১০ বছর)। মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীয়দের প্রতিবছর ভিসা ফি হিসেবে ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) পরিশোধ করতে হবে।

কালচারাল ভিসার আরও একটি সুবিধা হলো, এই ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (বাবা-মা ও সহোদর ভাইবোন)-দের সঙ্গে নিতে পারবেন।

তবে কোনো বিদেশি নাগরিক যদি এই ভিসা পান, সেক্ষেত্রে ভিসা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে তাকে এই ভিসা সক্রিয় করতে হবে; অর্থাৎ ওমানে যেতে হবে। তাছাড়া এই ভিসার অপব্যবহার করা হলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ।

 

নতুন ভিসা চালু করল ওমান

প্রকাশিত : ০৮:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের জন্য ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান। নতুন এই ভিসা প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশটির শিল্প ও সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করা।

ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা বিনিময়, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন, উৎসবে অংশগ্রহণ এবং সাহিত্য-শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজে অস্থায়ী ভিসা প্রদান করা হবে। সময়সীমার হিসেবে এই ভিসার তিনটি ক্যাটাগরি রয়েছে— স্বল্পমেয়াদি (এক বছর), মধ্যমমেয়াদী (পাঁচ বছর) এবং দীর্ঘমেয়াদী (১০ বছর)। মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীয়দের প্রতিবছর ভিসা ফি হিসেবে ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) পরিশোধ করতে হবে।

কালচারাল ভিসার আরও একটি সুবিধা হলো, এই ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (বাবা-মা ও সহোদর ভাইবোন)-দের সঙ্গে নিতে পারবেন।

তবে কোনো বিদেশি নাগরিক যদি এই ভিসা পান, সেক্ষেত্রে ভিসা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে তাকে এই ভিসা সক্রিয় করতে হবে; অর্থাৎ ওমানে যেতে হবে। তাছাড়া এই ভিসার অপব্যবহার করা হলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ।