ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

‘স্বার্থপর’ ছবির পর খুনির সন্ধানে কোয়েল মল্লিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’-এর বিপুল সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন এক ছবির ঘোষণা দিয়েছেন যা নিয়ে দর্শকরা বেশ আলোচনা করছেন। দীর্ঘ বিরতির পর ‘স্বার্থপর’ ছবিতে কোয়েলকে একেবারেই নতুন রূপে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

পর্দায় তার অনবদ্য উপস্থিতিই ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। আর সে কারণেই, অভিনেত্রীকে আরও বেশি করে বড় পর্দায় দেখার জন্য দর্শকরা বারবার অনুরোধ করছিলেন।  সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে কোয়েল নিজেই দিয়েছেন এই সুখবর।

অভিনেত্রী লিখেছেন, ‘প্রমোশনের প্ল্যানিং চলছে। তোমাদের সবার সঙ্গে আবার দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মিতিন মাসি। আসছে একটি খুনির সন্ধানে।’ পোস্ট করা ছবিতে কোয়েলের সঙ্গে দেখা গেছে তার স্বামী তথা প্রযোজক নিসপাল সিং ও খ্যাতিমান পরিচালক অরিন্দম।

এই ছবিতে কোয়েল ছাড়া আর কে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ‘মিতিন মাসি’ ছবিতে যারা ছিলেন, তাদের কেউ নতুন কিস্তিতে থাকছেন কিনা, সেই বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপূজার সময় নিজের ছোট মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। এরপর দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারেও তাকে দেখা গিয়েছিল। শুধু সাধারণ দর্শক নয়, শুভশ্রী থেকে সায়নী ঘোষ ইন্ডাস্ট্রির অনেকেই ‘স্বার্থপর’ ছবির ভূয়সী প্রশংসা করেছেন।

‘স্বার্থপর’ ছবির পর খুনির সন্ধানে কোয়েল মল্লিক

প্রকাশিত : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’-এর বিপুল সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন এক ছবির ঘোষণা দিয়েছেন যা নিয়ে দর্শকরা বেশ আলোচনা করছেন। দীর্ঘ বিরতির পর ‘স্বার্থপর’ ছবিতে কোয়েলকে একেবারেই নতুন রূপে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

পর্দায় তার অনবদ্য উপস্থিতিই ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। আর সে কারণেই, অভিনেত্রীকে আরও বেশি করে বড় পর্দায় দেখার জন্য দর্শকরা বারবার অনুরোধ করছিলেন।  সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে কোয়েল নিজেই দিয়েছেন এই সুখবর।

অভিনেত্রী লিখেছেন, ‘প্রমোশনের প্ল্যানিং চলছে। তোমাদের সবার সঙ্গে আবার দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মিতিন মাসি। আসছে একটি খুনির সন্ধানে।’ পোস্ট করা ছবিতে কোয়েলের সঙ্গে দেখা গেছে তার স্বামী তথা প্রযোজক নিসপাল সিং ও খ্যাতিমান পরিচালক অরিন্দম।

এই ছবিতে কোয়েল ছাড়া আর কে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ‘মিতিন মাসি’ ছবিতে যারা ছিলেন, তাদের কেউ নতুন কিস্তিতে থাকছেন কিনা, সেই বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপূজার সময় নিজের ছোট মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। এরপর দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারেও তাকে দেখা গিয়েছিল। শুধু সাধারণ দর্শক নয়, শুভশ্রী থেকে সায়নী ঘোষ ইন্ডাস্ট্রির অনেকেই ‘স্বার্থপর’ ছবির ভূয়সী প্রশংসা করেছেন।